Advertisement
E-Paper

অজানা জ্বরে কাবু বঙ্গ অ্যাথলিটরা

মল্লিকা মন্ডলের জ্বর কমছে না, তাই তাঁকে ফেরাত পাঠানো হল বাড়িতে। মেয়েদের ৪০০ মিটারে নামতে পারেননি তিনি। জ্বরের জন্য ১০০ মিটারে এ দিন নামতে পারলেন রুমা সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ০৩:৫৫
দ্যুতি চাঁদ এবং দেবশ্রী মজুমদার।

দ্যুতি চাঁদ এবং দেবশ্রী মজুমদার।

প্রবল জ্বরে আক্রান্ত দ্যুতি চাঁদকে সোমবার সন্ধ্যায় ভর্তি করতে হয়েছে হাসপাতালে।

মল্লিকা মন্ডলের জ্বর কমছে না, তাই তাঁকে ফেরাত পাঠানো হল বাড়িতে। মেয়েদের ৪০০ মিটারে নামতে পারেননি তিনি। জ্বরের জন্য ১০০ মিটারে এ দিন নামতে পারলেন রুমা সরকার। রবিবার ২০০ মিটারে রূপো জেতা অন্বেষা রায় প্রধান সকালে ওষুধ খেয়ে সুস্থ হয়েছিলেন। বিকেলে ফের কাঁপুনি দিয়ে জ্বর এসেছে বাংলার এই অ্যাথলিটের। নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। একই অবস্থা অলিম্পিয়ান দেবশ্রী মজুমদারের। তিনিও নামতে পারেননি নিজের ইভেন্ট ৪০০ মিটারে।

অন্ধ্রপ্রদেশের গুন্টুরে আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স মিটে এসে একের পর এক অ্যাথলিট অজানা জ্বরে আক্রান্ত হওয়ায় রীতমতো ভীত হয়ে পড়েছেন বিভিন্ন রাজ্যের অ্যাথলিটরা। সবথেকে খারাপ অবস্থা অবশ্য বাংলার ম্যানেজারের। মাঠে অ্যাথলিটদের নামাবেন কী, সকাল-বিকেল অ্যাম্বুলেন্স নিয়ে ছুঁটতে হচ্ছে হাসপাতালে। গুন্টুর থেকে ফোনে বাংলার ম্যানেজার বিনোদ রাই ভয়ার্ত গলায় বললেন, ‘‘কী জ্বর হচ্ছে বুঝতে পারছি না। ওষুধ খাওয়াচ্ছি। সকালে কমছে। বিকেলে আবার বাড়ছে। কী যে করব বুঝতে পারছি না। ডাক্তাররাও বলতে পারছে না কেন এমন হচ্ছে। অনেকে তো নামতেই চাইছে না। বলছে গা-হাত পায়ে প্রচন্ড ব্যাথা। ২৯ জনেক মধ্যে ১৫ জন অসুস্থ।’’ অ্যাথলিটদের রাখা হয়েছে নাগার্জুন বিশ্ববিদ্যালয়ে। সেখানে প্রচন্ড মশা। মশারির ব্যবস্থা নেই। যে সব অ্যাথলিট মশারি সঙ্গে নিয়ে গিয়েছেন তারা তা টাঙাতে পারছেন। বাকিরা মশার কামড়ে অতিষ্ঠ। তার উপর বৃষ্টি পড়েই চলেছে। তার মধ্যেই চলছে প্রতিযোগিতা।

আরও পড়ুন:

ন’মাস পর টেস্ট দলে ফিরলেন শিখর ধবন

লিলি দাশ ৪০০ মিটারে সোনা জিতেছিলেন রবিবার। স্বপ্না বর্মন লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন। দু’জনেরই শরীর ভাল নেই। লিলি আজ ১৫০০ মিটারে নামবেন। স্বপ্না ১০০ মিটার হার্ডলসে। এ দিকে এরই মধ্যে দৌড়তে গিয়ে বাঁ পায়ে চোট পেলেন বাংলার অন্যতম প্রতিশ্রুতিমান অ্যাথলিট চন্দন বাউরি। তাঁকে নিয়ে যেতে হল হাসপাতালে। বাংলার ম্যানেজার জানাচ্ছেন, চন্দনের এই টুনার্মেন্টে মাঠে ফেরা কঠিন। ৪০০ মিটারে তাঁর নামার কথা। চন্দনের জ্বরও রয়েছে।

সোমবার আবার আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স মিটে দিনের প্রথম পদক পেলেন সৌম্য বি। মেয়েদের ২০ কিমি হাঁটায়। সোম্য সোনা জেতেন ১.৪২.২৩.৬৮ সেকেন্ড সময়ে। রুপো জেতেন পঞ্জাবের করমজিৎ কাউর এবং ব্রোঞ্জ উত্তরপ্রদেশের প্রিয়াঙ্কার। এ ছাড়া মেয়েদের ট্রিপল জাম্পে সোনা জিতেছেন কেরলের এনভি শিনা। ১২.৭৮ মিটার লাফিয়ে শিনা সোনা জেতেন।

Debashree Mazumdar Dutee Chand দ্যুতি চাঁদ দেবশ্রী মজুমদার Athlete Bengal Athletes Unknown Fever
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy