Advertisement
১৮ মে ২০২৪

লক্ষ্মী বিদায়ের আবহে জয় দিয়ে শুরু বাংলার

মুস্তাক আলির প্রথম ম্যাচে জিতেই শুরু করল বাংলা। নাগপুরে হায়দরাবাদকে ৬১ রানে হারিয়ে দিল মনোজ তিওয়ারি অ্যান্ড ব্রিগেড। শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ১৭:৪৫
Share: Save:

মুস্তাক আলির প্রথম ম্যাচে জিতেই শুরু করল বাংলা। নাগপুরে হায়দরাবাদকে ৬১ রানে হারিয়ে দিল মনোজ তিওয়ারি অ্যান্ড ব্রিগেড। শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও সায়ন মণ্ডলের ঝোঢ়ো ব্যাটে শুরুটা ভালই করেছিল বাংলা। ঋদ্ধির ব্যাট থেকে এল ৪৭ বলে ৮১ রান। সায়ন ৫০ করলেন ৪১ বলে। দুই ওপেনার প্যাভেলিয়নে ফিরে যাওয়ার পর আর কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। ২১ বলে অপরাজিত ২৯ রান করলেও অধিনায়ক মনোজ তিওয়ারি। সুদীপ চট্টোপাধ্যায়ও ১৪ রান করেই ফিরে যান। খাতা খুলতেই ব্যর্থ দেবব্রত দাস। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৫ রানেই তোলে বাংলা।

জবাবে ব্যাট করতে এসে ১৬.২ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। অক্ষত রেড্ডির ৩২ রান ছাড়া আর কোনও ভাল রান নেই। বল হাতে সফল বাংলার মহম্মদ শামি ও প্রজ্ঞ্যান ওঝা। ২.২ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন শামি। ওঝার সংগ্রহও তিন। দু’উইকেট নেন সায়ন মণ্ডল। প্রথম ম্যাচ জিতে চার পয়েন্ট ঘরে তুলে নিল বাংলা। এদিন বাংলার হয়ে টি২০তে অভিষেক হল প্রমোদ চান্ডিলার। ব্যাট হাতে নেমে অপরাজিত থাকলেন ঠিকই কিন্তু খাতা খুলতে পারলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wriddiman saha cricket bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE