Advertisement
২০ এপ্রিল ২০২৪

ওয়াকার-মন্ত্রে সাফল্য ঈশানের

সিএবি-র ক্রিকেটার গড়ার উদ্যোগ ‘ভিশন ২০-২০’ থেকেই ওয়াকারের সঙ্গে ঈশানের সাক্ষাৎ। বলের গতির সঙ্গে নিজের আগ্রাসন এবং শক্তি বাড়ানোরও পরামর্শ দিয়েছেন ওয়াকার।

দ্বিধা: দোটানায় আছেন ঈশান।

দ্বিধা: দোটানায় আছেন ঈশান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ০৪:১১
Share: Save:

ওয়াকার ইউনিসের মন্ত্রেই উন্নতি ঘটেছে বাংলার উদীয়মান পেস বোলার ঈশান পোড়েলের। বলের গতির সঙ্গে লাইন ও লেংথের সামঞ্জস্য রেখেই বল করার টোটকা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে অনুশীলন শেষে ঈশান বলেন, ‘‘ওয়াকার স্যারের প্রশিক্ষণ খুব বেশি না পেলেও উনি আমাকে বলেছিলেন বলের গতির সঙ্গে কখনও আপস করবে না। লাইন ও লেংথের সমস্যা হলেও একজন পেস বোলারের গতি কমানো উচিত নয়।’’

সিএবি-র ক্রিকেটার গড়ার উদ্যোগ ‘ভিশন ২০-২০’ থেকেই ওয়াকারের সঙ্গে ঈশানের সাক্ষাৎ। বলের গতির সঙ্গে নিজের আগ্রাসন এবং শক্তি বাড়ানোরও পরামর্শ দিয়েছেন ওয়াকার। ২০১৪-এ আসার পর এক বছরের বেশি যদিও বঙ্গ ক্রিকেটকে সময় দিতে পারেননি পাকিস্তানের পেসার। পাকিস্তান দলের কোচ হওয়ায় তাঁকে পরের বছরেই দেশে ফিরতে হয়েছে। ঈশান মনে করেন ‘ভিশন টোয়েন্টি-টোয়েন্টি’-র অবদানে টেকনিকের দিক থেকে অনেকটাই উন্নতি হয়েছে। অন্য দিকে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে খেলার সময় কোচ রাহুল দ্রাবিড়ের থেকে মাথা ঠান্ডা রাখার পরামর্শও বেশ মন কেড়েছে ঈশানের। ডেল স্টেইন ও ব্রেট লির ভক্ত ঈশান বলেন, ‘‘ওয়াকার স্যার আমাকে আগ্রাসন বাড়ানোর অনেক পরামর্শ দিয়েছেন ঠিকই অন্য দিকে রাহুল স্যার আমাকে শিখিয়েছেন কী ভাবে মাথা ঠান্ডা রেখে খেলা উচিত। ভিশন ২০২০-তে ওয়াকার স্যার এবং টি.এ শেখর স্যারের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে আমার বোলিং টেকনিকে অনেক উন্নতি হয়েছে।’’

জীবনের প্রথম দু’টি রঞ্জি ট্রফি ম্যাচ থেকেই দশ উইকেট পেয়েছেন চন্দননগরের তরুণ বোলার। সে সুবাদেই অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার ট্রফি খেলতে শুক্রবার মুম্বই উড়ে জেতে হতে পারে ঈশানকে। ইতিমধ্যেই বোর্ড থেকে বিমানের টিকিটও পাঠানো হয়েছে তাঁকে। সে ক্ষেত্রে শনিবার ইডেনে গোয়ার বিরুদ্ধে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে তাঁর খেলা নিয়ে আশঙ্কা রয়েছে। শোনা গিয়েছে ঈশানকে রঞ্জি ম্যাচে রাখার বিষয়ে ভারতীয় বোর্ডকে অনুরোধ করেছে সিএবি। ঈশানের এ নিয়ে অবশ্য দুরকমেরই অনুভূতি রয়েছে। চ্যালেঞ্জার ট্রফি থেকেই বিশ্বকাপের অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল বাছাই হবে। আর একদিকে ইডেনে রঞ্জি ট্রফি খেলার অভিজ্ঞতা তাঁর আগে কখনও হয়নি। তা নিয়ে কিছুটা আক্ষেপও রয়েছে ঈশানের। তিনি বলেন, ‘‘চ্যালেঞ্জার ট্রফিতে সুযোগ পেয়ে খুবই ভাল লাগছে। কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচটা না খেলতে পারার আক্ষেপও রয়েছে। দেখা যাক কী সিদ্ধান্ত নেওয়া হয়।’’

অমৃতসর থেকে মঙ্গলবার রাতে ফেরত আসার পর বুধবার সকালেই অনুশীলন করল বাংলা। পঞ্জাব ম্যাচের পরেই বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছিলেন দলের ফিল্ডিংয়ের উপরে ফোকাস করবেন। তাই বুধবার শুধু ফিল্ডিং অনুশীলনই করল বাংলা দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE