Advertisement
E-Paper

টিটিতে সোনা জয়ী বাংলা দল

সোনা পেল বাংলা। এ বছর সাব জুনিয়র টেবল টেনিসে দলগত বিভাগের খেলায় রাজ্য টেবল টেনিস সংস্থার মেয়েরা সোনা জিতল। শনিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে তারা হারিয়েছে দিল্লিকে। বাংলার পয়মন্তী বৈশ্য, মুনমুন কুণ্ডুদের কাছে ৩-২ গেমে হারতে হয়েছে দিল্লির অনুভা বাজাজ, বনশিখা ভার্গবদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ০২:১৩
ব্রোঞ্জ পদক জিতল নর্থ বেঙঅগল টিটি অ্যাসোসিয়েশন। — নিজস্ব চিত্র

ব্রোঞ্জ পদক জিতল নর্থ বেঙঅগল টিটি অ্যাসোসিয়েশন। — নিজস্ব চিত্র

সোনা পেল বাংলা। এ বছর সাব জুনিয়র টেবল টেনিসে দলগত বিভাগের খেলায় রাজ্য টেবল টেনিস সংস্থার মেয়েরা সোনা জিতল। শনিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে তারা হারিয়েছে দিল্লিকে। বাংলার পয়মন্তী বৈশ্য, মুনমুন কুণ্ডুদের কাছে ৩-২ গেমে হারতে হয়েছে দিল্লির অনুভা বাজাজ, বনশিখা ভার্গবদের।

মেয়েদের জাতীয় ক্যাডেট বিভাগে অবশ্য দিল্লির কাছেই অল্পের জন্য হেরে রুপো এনেছে রাজ্য টিটি সংস্থা। এ ছাড়া, ছেলেদের সাব জুনিয়র বিভাগে এ বছরের ফেভারিট নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনকে গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল রাজ্য টেবল টেনিস সংস্থার দল। এ দিন সেমিফাইনালে দিল্লির কাছে ৩-২ গেমে হেরে বোঞ্জ পেয়েছে তারা।

মেয়েদের সাব জুনিয়র বিভাগে নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন একটি বোঞ্জ পেয়েছে। সেমিফাইনালে এ দিন দিল্লির কাছে ৩-২ গেমে হেরে যায় নর্থবেঙ্গল টিটি অ্যাসোসিয়েশনের নিকিতা সরকার, সপ্তপর্ণী দে’রা।

প্রতিযোগিতার ফাইনালে দাপট ছিল দিল্লির। ছেলেদের সাব জুনিয়র, মেয়েদের ক্যাডেট বিভাগে তারাই সেরা। ছেলেদের সাব জুনিয়রে তারা হারিয়েছে গুজরাতকে। দু’টি সোনা ছাড়াও দিল্লির ঝুলিতে মেয়েদের সাবজুনিয়র বিভাগে এসেছে একটি রুপোও।

ক্যাডেটে দিল্লির কাছে অল্পের জন্য হেরে হতাশ করছে রাজ্য টিটি সংস্থার খেলোয়াড়রা। প্রথম গেমে রাজ্য দলের সুচেতা প্রদাস হেরে যায় দিল্লির লক্ষিতা নারাঙের কাছে। দ্বিতীয় গেমে দিল্লির গায়ত্রীকে হারিয়েছে পৃথকী চক্রবর্তী। ডাবলসে পৃথকীরা ফের দিল্লিকে হারিয়ে দেয়। খেলা জমে ওঠে পরের গেমে পৃথকী হেরে যাওয়ায়। পাঁচটি গেমের মধ্যে দু’টি করে দিল্লি এবং রাজ্য টিটি দল জেতায় শেষ গেমই ছিল ফল নির্ধারক। স্টেডিয়ামে উৎসাহও ছিল তুঙ্গে। ওই গেমে সুচেতা প্রসাদ ৩-২ ফলে হেরে যায়। লড়াই করেও সোনা ফস্কে যায়। রাজ্য টেবল টেনিস সংস্থার সিনিয়র কোচ মিহির ঘোষ বলেন, ‘‘দলগত বিভাগে মেয়েদের ক্যাডেটে আমাদের সোনা অল্পের জন্য হাত ছাড়া হয়েছে।’’ একটি করে সোনা, রুপো এবং ব্রোঞ্জ আনতে পারায় তাঁরা খুশি বলে জানিয়েছেন মিহিরবাবু।

আয়োজক হিসাবে নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন এ দিন দেশের সেরা বলে সম্মান পেয়েছে। ফেডারেশন সূত্রেই জানা গিয়েছে, দেশের মধ্যে একমাত্র নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন সিনিয়র থেকে ক্যাডেট এবং সাবজুনির সমস্ত বিভাগের জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে শিলিগুড়িতে। নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম কর্মকর্তা মান্টু ঘোষ বলেন, ‘‘ভাগ্য আমাদের সহায় হয়নি। দিল্লির কাছে সেমি ফাইনালে হারতে হয়েছে এ দিন। ছেলেদের সাব জুনিয়র বিভাগে আমাদের দল ফেভারিট থাকলেও কোয়ার্টার ফাইনালে আমাদের হারতে হয়েছে।’’ তবে আয়োজক হিসাবে দেশের সেরা হতে পারায় সবাই খুশি বলে জানান তিনি। রবিবার থেকে ব্যক্তিগত বিভাগের খেলা শুরু হবে।

TT Bengal sub junior girls
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy