খেলার শহর কলকাতার মুকুটে নতুন পালক জুড়ল শনিবার। ফুটবল ও ক্রিকেটে দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএল ও আইপিএল ট্রফি একাধিক বার এসেছে কলকাতায়। এ বার প্রো-কবাডি লিগের ট্রফিও জিতে নিল প্রতিযোগিতায় কলকাতার দল বেঙ্গল ওয়ারিয়র্স।
শনিবার দাবাং দিল্লিকে হারিয়ে আমদাবাদে প্রথম বার প্রো-কবাডি লিগের চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলল মনিন্দর সিংহের দল। ম্যাচের ফল বঙ্গযোদ্ধাদের তরফে ৩৯-৩৪। ফলে দেশের তিনটি খেলার ফ্র্যাঞ্চাইজি লিগ জয়ের একমাত্র শহর হিসেবে নজির গড়ল কলকাতা। যে কৃতিত্ব ভারতের কোনও শহরের নেই।
গত কয়েক বছরে শুরুটা ভাল করলেও চোট-আঘাত ও ধারাবাহিকতা রাখতে না পারায় এই প্রতিযোগিতায় জিততে পারেননি বঙ্গযোদ্ধারা। কিন্তু এ বার শুরু থেকেই দারুণ ভাবে ছুটতে শুরু করেছিল বি সি রমেশের দলের বিজয়রথ। কলকাতার দলের অন্যতম মালিক আবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এ দিন নিজের দলের জয় দেখতে তিনিও হাজির ছিলেন সম্প্রচারকারী সংস্থার স্টুডিয়োতে। ম্যাচ দেখতে হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও।