Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বেঙ্গালুরু খেলার পথেই এগোচ্ছে

আইএসএলে খেলার প্রস্তুতি শুরু করে দিল বেঙ্গালুরু এফসি! কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান এখনও আইএমজিআর-এর দাবি মেনে আইএসএলে খেলতে রাজি নয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০৩:৪২
Share: Save:

আইএসএলে খেলার প্রস্তুতি শুরু করে দিল বেঙ্গালুরু এফসি!

কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান এখনও আইএমজিআর-এর দাবি মেনে আইএসএলে খেলতে রাজি নয়। এত দিন তাদের সঙ্গে ছিল বেঙ্গালুরুও। কিন্তু গত চব্বিশ ঘণ্টার মধ্যে নাটকীয় ভাবে বদলে গেল পরিস্থিতি। অবস্থান পরিবর্তন করে আইএমজিআর-এর সমস্ত দাবি মেনেই আইএসএলে খেলার জন্য দরপত্র জমা দেওয়ার পথে সুনীল ছেত্রীদের ক্লাব। নবম দল হিসেবে বেঙ্গালুরু থেকেই আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে তারা।

হঠাৎ সিদ্ধান্ত বদল কেন? সূত্রের খবর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেল ফিফা কংগ্রেসে যোগ দিতে বাহরিনে যাওয়ার আগেই কথা বলেছিলেন বেঙ্গালুরু এফসি-র কর্ণধার পার্থ জিন্দালের সঙ্গে। তাঁকে জানিয়েছেন, আইএসএল চ্যাম্পিয়নরাও এএফসি কাপে খেলবে। ফেডারেশন কাপে দলের সঙ্গে কটকে আসা বেঙ্গালুরুর চিফ টেকনিক্যাল ডিরেক্টর মন্দার তামানে বললেন, ‘‘আমাদের

প্রধান লক্ষ্য এএফসি কাপ খেলা। আর আই লিগ না আইএসএল— কোথায় খেলব তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিইনি। পরিস্থিতির উপর নজর রাখছি। ২৪ বা ২৫ মে এএফসি কী ঘোষণা করে দেখার পরেই আমাদের সিদ্ধান্ত জানাব।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘আমরা চাই একটা লিগেই খেলতে। তাতে ফুটবলারদের উপর চাপ কম পড়ে। জাতীয় দলেরও ক্ষতি কম হয়। কারণ, দু’টো লিগ একসঙ্গে চললে জাতীয় দলের পক্ষেও বেশি ম্যাচ খেলাও সম্ভব নয়।’’

আইএসএল খেলার প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী দল গঠনের ভাবনা-চিন্তাও শুরু করে দিয়েছে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। সুনীল ছেত্রীর পাশে সনি নর্দে-কে খেলাতে মরিয়া তারা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি হাইতি তারকার কাছে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরর প্রস্তাব।

কলকাতার দুই প্রধান অবশ্য কোনও অবস্থাতেই সিদ্ধান্ত বদলাতে রাজি নন। ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলার আপত্তির পাশাপাশি কলকাতার বাইরে থেকেও খেলতে রাজি নয়। দুই প্রধানের কর্তাদের গলাতেই এক সুর। তাঁরা বলছেন, ‘‘ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে বাদ দিয়ে কোনও টুর্নামেন্ট হতে পারে না। আমরাও আইএসএল খেলতে আগ্রহী। কিন্তু কোনও অবস্থাতেই ফ্র্যাঞ্চাইজি ফি দেব না। কলকাতার বাইরে থেকেও খেলব না।’’

চ্যাম্পিয়ন রাখী সঙ্ঘ:রাজ্য বাস্কেটবল লিগে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হল রাখী সঙ্ঘ। শুক্রবার তারা ৪৩-৪২পয়েন্টে হারাল ছাত্র সমিতিকে। রানার্স হল বড়িশা এ সি। চেতলার ক্লাব রাখী সঙ্ঘ এ বার শতবর্ষে পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Bengaluru FC ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE