Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বেঙ্গালুরু এফসি-ওয়েস্টউড সম্পর্ক শেষ

তিন বছর সাফল্যের সঙ্গে কাটানোর পর শেষ হল বেঙ্গালুরু এফসি ও অ্যাশলে ওয়েস্টউডের সম্পর্ক। প্রথম বছর আই লিগ, দ্বিতীয় বছর ফেডারেশন কাপ ও শেষ বছর আবার আই লিগ দিয়েই ক্লাব ছাড়লেন কোচ অ্যাশলে ওয়েস্টউড।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ১৬:৩৩
Share: Save:

তিন বছর সাফল্যের সঙ্গে কাটানোর পর শেষ হল বেঙ্গালুরু এফসি ও অ্যাশলে ওয়েস্টউডের সম্পর্ক। প্রথম বছর আই লিগ, দ্বিতীয় বছর ফেডারেশন কাপ ও শেষ বছর আবার আই লিগ দিয়েই ক্লাব ছাড়লেন কোচ অ্যাশলে ওয়েস্টউড। শুধু তাই নয় এই বছরই এএফসি কাপের কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছে দল তাঁরই কোচিংয়ে। দু‘পক্ষের সম্মতিতেই শেষ পর্যন্ত ছিন্ন হল বেঙ্গালুরু-ওয়েস্টউড সম্পর্ক। ক্লাবের জন্ম লগ্ন থেকেই দায়িত্বে ছিলেন ওয়েস্টউড। ক্লাবের তরফে সিইও পার্থ জিন্দাল বলেছেন, ‘‘ক্লাব ও ম্যানেজমেন্টের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। আমরা অ্যাশলের সঙ্গে আলোচনায় বসেছিলাম তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই তিন বছর সাফল্য দেওয়ার জন্য অ্যাশলেকে অনেক ধন্যবাদ। এই তিন বছর ক্লাবের ইতিহাসে লেখা থাকবে। ওর জন্য অনেক শুভেচ্ছা। যদি কখনও অ্যাশলে ফিরতে চায় তাহলে ওর জন্য দরজা খোলা থাকবে।’’

ভারতে প্রথম এসেই নতুন একটি ক্লাবকে সাফল্যের মুখ দেখিয়েছিলেন। বেঙ্গালুরু এফসি ছাড়ার আগে তিনি বলেন, ‘‘বেঙ্গালুরু এফসির সঙ্গে কাটানো সময়টা আমার কাছে গর্বের। আমি এই দেশে এসেছিলাম যখন আমার ক্যানভাস পুরো ফাঁকা ছিল। একটি নতুন ক্লাবকে তৈরি করা। ভারতীয় ফুটবলে তার প্রভাব রেখে যাওয়া ছিল আমার কাজ। সঙ্গে এমন কয়েকজন প্লেয়ারকে তুলে আনা যাঁরা দেশের প্রতিনিধিত্ব করবে।’’

আগমনেই ভারতীয় ফুটবলে জায়গা করে নেওয়া বেঙ্গালুরুর এই সাফল্যের পিছনে ক্লাবের পেশাদারিত্বের সঙ্গে রয়েছেন অ্যাশলে ওয়েস্ট উজের মতো কোচও। ক্লাবকে তিনিটি ট্রফি দেওয়ার পাশাপাশি, কোচ অফ দি ইয়ারও হয়েছেন। তিনি বলেন, ‘‘আমার যা যা লক্ষ্য ছিল সবটাই আমি সম্পূর্ণ করেছি। বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলে প্রায় ১০ জন প্লেয়ার খেলছে। আমি ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। বিএফসির সঙ্গে কাটানো সময় সারাজীবন মনে থাকবে।’’

আরও খবর

কাটসুমি নর্থ-ইস্ট ইউনাইটেডে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE