Advertisement
০৬ মে ২০২৪
Unsold Player

এই বাতিলের দল কিন্তু যে কাউকে কাঁদিয়ে দিতে পারে

সোমবার বেঙ্গালুরুর আইপিএল বিকিকিনিতে বড়সড় চমক ছিল ইংল্যান্ডের দুই ক্রিকেটার বেন স্টোকস এবং তাইমল মিলস। সেদিন সাড়ে ১৪ কোটি টাকার রেকর্ড দামে অলরাউন্ডার বেন স্টোকসকে কিনল ধোনির রাইজিং পুণে। নিলামে দামি ক্রিকেটার হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তাইমল মিলস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৭
Share: Save:
০১ ১২
১) অ্যালেক্স হেলস- এবারের আইপিএলে অ্যালেক্স হেলসের বেস প্রাইস ছিল এক কোটি। টি২০ ফর্ম্যাটে ১৩০-র বেশি স্ট্রাইক রেট। শতরানও রয়েছে তাঁর। ওপেনার ব্যাটসম্যান হিসেবে এই দলে জায়গা করে নিয়েছেন তিনি।

১) অ্যালেক্স হেলস- এবারের আইপিএলে অ্যালেক্স হেলসের বেস প্রাইস ছিল এক কোটি। টি২০ ফর্ম্যাটে ১৩০-র বেশি স্ট্রাইক রেট। শতরানও রয়েছে তাঁর। ওপেনার ব্যাটসম্যান হিসেবে এই দলে জায়গা করে নিয়েছেন তিনি।

০২ ১২
২) থিসারা পেরেরা- ৫০ লাখ টাকা বেস প্রাইস নিয়ে নিলামে ওঠা থিসারা পেরেরাকে নিল না কোনও ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এই দলে জায়গা করে নিয়েছেন ওপেনার হিসেবে। টি২০ ফর্ম্যাটে দুর্দান্ত স্ট্রাইকরেট। স্লগ ওভারে মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে দুর্দান্ত কাজ দেবে।

২) থিসারা পেরেরা- ৫০ লাখ টাকা বেস প্রাইস নিয়ে নিলামে ওঠা থিসারা পেরেরাকে নিল না কোনও ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এই দলে জায়গা করে নিয়েছেন ওপেনার হিসেবে। টি২০ ফর্ম্যাটে দুর্দান্ত স্ট্রাইকরেট। স্লগ ওভারে মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে দুর্দান্ত কাজ দেবে।

০৩ ১২
৩) অভিনব মুকুন্দ  - রঞ্জিতে ভাল পারফরম্যান্স থেকেও এবারের আইপিএলে শিঁকে ছিড়ল না তামিলনাড়ুর এই ব্যাটসম্যানের। এর আগে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে আইপিএল খেলেছেন অভিনব মুকুন্দ। ২০১৭ সালে তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ। 

৩) অভিনব মুকুন্দ  - রঞ্জিতে ভাল পারফরম্যান্স থেকেও এবারের আইপিএলে শিঁকে ছিড়ল না তামিলনাড়ুর এই ব্যাটসম্যানের। এর আগে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে আইপিএল খেলেছেন অভিনব মুকুন্দ। ২০১৭ সালে তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ। 

০৪ ১২
৪) বিরাট সিংহ - সৈয়দ মুস্তাক আলি ট্রফি পূর্বাঞ্চলের ঝুলিতে আসার পিছনে রয়েছে বিরাট সিংহর অনবদ্য ইনিংস। এবারের আইপিএলে তাঁকে নিয়ে জল্পনা শুরু হলেও মাত্র ১০ লাখ টাকার বেস প্রাইসেও কেউ নেয়নি। 

৪) বিরাট সিংহ - সৈয়দ মুস্তাক আলি ট্রফি পূর্বাঞ্চলের ঝুলিতে আসার পিছনে রয়েছে বিরাট সিংহর অনবদ্য ইনিংস। এবারের আইপিএলে তাঁকে নিয়ে জল্পনা শুরু হলেও মাত্র ১০ লাখ টাকার বেস প্রাইসেও কেউ নেয়নি। 

০৫ ১২
৫) জনি বেয়ারস্টো - ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টোর এবারের আইপিএলে দেড় কোটি টাকার ব্রেস প্রাইস ছিল। কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে না নিলেও টি২০ ফর্ম্যাটে মিডল অর্ডার অনায়সে সামলাতে পারবেন বেয়ারস্টো।

৫) জনি বেয়ারস্টো - ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টোর এবারের আইপিএলে দেড় কোটি টাকার ব্রেস প্রাইস ছিল। কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে না নিলেও টি২০ ফর্ম্যাটে মিডল অর্ডার অনায়সে সামলাতে পারবেন বেয়ারস্টো।

০৬ ১২
৬) অভিষেক নায়ার- এর আগে মুম্বই ইন্ডিয়ান্স, পুণে ওয়ারিয়র্স, রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন হায়দরাবাদের অলরাউন্ডার অভিষেক নায়ার। গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর। 

৬) অভিষেক নায়ার- এর আগে মুম্বই ইন্ডিয়ান্স, পুণে ওয়ারিয়র্স, রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন হায়দরাবাদের অলরাউন্ডার অভিষেক নায়ার। গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর। 

০৭ ১২
৭) ইরফান পাঠান - এবারের আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি কিনল না টি২০ ফর্ম্যাটে অভিজ্ঞ অলরাউন্ডার ইরফান পাঠানকে। ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাঁর।

৭) ইরফান পাঠান - এবারের আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি কিনল না টি২০ ফর্ম্যাটে অভিজ্ঞ অলরাউন্ডার ইরফান পাঠানকে। ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাঁর।

০৮ ১২
৮) ইমরান তাহির - এই মুহূর্তে টি২০ ফর্ম্যাটে এক নম্বর স্পিনার দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। তবুও তাঁকে আইপিএলে কেউ নিল না। ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাহিরের।

৮) ইমরান তাহির - এই মুহূর্তে টি২০ ফর্ম্যাটে এক নম্বর স্পিনার দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। তবুও তাঁকে আইপিএলে কেউ নিল না। ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাহিরের।

০৯ ১২
৯) প্রজ্ঞান ওঝা- আইপিএলে ধারবাহিকভাবে খেলে এসেছেন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। কখনও ডেকান চার্জার্স। কখনও বা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তবে এবারের আইপিএল অপ্রত্যাশিতভাবে আশাহত করল ওঝাকে। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা।

৯) প্রজ্ঞান ওঝা- আইপিএলে ধারবাহিকভাবে খেলে এসেছেন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। কখনও ডেকান চার্জার্স। কখনও বা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তবে এবারের আইপিএল অপ্রত্যাশিতভাবে আশাহত করল ওঝাকে। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা।

১০ ১২
১০) আরপি সিংহ- আরও এক ভারতীয় পেসার আরপি সিংহ এবারের আইপিএলে কার্যত বাইরে থাকতে চলেছে। ৩০ লক্ষ বেস প্রাইসে নিলামে ওঠা এই বাঁ হাতি পেসারকে এবার কেউ নিল না। 

১০) আরপি সিংহ- আরও এক ভারতীয় পেসার আরপি সিংহ এবারের আইপিএলে কার্যত বাইরে থাকতে চলেছে। ৩০ লক্ষ বেস প্রাইসে নিলামে ওঠা এই বাঁ হাতি পেসারকে এবার কেউ নিল না। 

১১ ১২
১১) ইশান্ত শর্মা – দু’কোটি টাকার বেস প্রাইস ছিল ইশান্ত শর্মার। কলকাতা নাইটরাইডার্স, রাইজিং পুণের হয়ে ধারাবাহিক আইপিএল খেললেও এবার অপ্রত্যাশিতভাবে ডাক পেলেন না কোনও দলের কাছ থেকে।

১১) ইশান্ত শর্মা – দু’কোটি টাকার বেস প্রাইস ছিল ইশান্ত শর্মার। কলকাতা নাইটরাইডার্স, রাইজিং পুণের হয়ে ধারাবাহিক আইপিএল খেললেও এবার অপ্রত্যাশিতভাবে ডাক পেলেন না কোনও দলের কাছ থেকে।

১২ ১২
১২) মিশেল সাঁতনার- ব্যাটে-বলে দু’দিকেই পারদর্শী। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি বোলার মিশেল সাঁতনার। তাঁকে রাখা যেতে পারে ১২ নম্বরে।

১২) মিশেল সাঁতনার- ব্যাটে-বলে দু’দিকেই পারদর্শী। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি বোলার মিশেল সাঁতনার। তাঁকে রাখা যেতে পারে ১২ নম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE