Advertisement
E-Paper

বর্ষসেরা ভুবনেশ্বর, আজীবন সম্মান পাচ্ছেন বেঙ্গসরকর

ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার এ বার পাচ্ছেন তরুণ পেসার ভুবনেশ্বর কুমার। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৩ অক্টোবর থেকে ২০১৪ সেপ্টেম্বরের পারফরম্যান্সের ভিত্তিতে এই সম্মান পাচ্ছেন ভুবি। ওই সময় ৭ টেস্টে ২২ উইকেট নেওয়ার পাশাপাশি ২৬৩ রানও করেন ভুবি। বিপর্যয়ের ইংল্যান্ড সফরেও তাঁর ২৪৭ রান এবং ১৯টা উইকেট আছে। যার মধ্যে ট্রেন্টব্রিজের ড্র টেস্টে আছে ৬৩ নটআউট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০২:০৯

ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার এ বার পাচ্ছেন তরুণ পেসার ভুবনেশ্বর কুমার।

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৩ অক্টোবর থেকে ২০১৪ সেপ্টেম্বরের পারফরম্যান্সের ভিত্তিতে এই সম্মান পাচ্ছেন ভুবি। ওই সময় ৭ টেস্টে ২২ উইকেট নেওয়ার পাশাপাশি ২৬৩ রানও করেন ভুবি। বিপর্যয়ের ইংল্যান্ড সফরেও তাঁর ২৪৭ রান এবং ১৯টা উইকেট আছে। যার মধ্যে ট্রেন্টব্রিজের ড্র টেস্টে আছে ৬৩ নটআউট। লর্ডসে ভারতের জয়ের পিছনেও তাঁর অবদান আছে। প্রথম ইনিংসে ছ’উইকেট ও পরে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি। ’১৩-র অক্টোবর থেকে ’১৪-র সেপ্টেম্বরের ভেতর ওয়ান ডে-তেও ১৭টা উইকেট নেন ভুবনেশ্বর।

সিকে নায়ডু আজীবন স্বীকৃতি পাচ্ছেন দিলীপ বেঙ্গসরকর। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক নায়ডুর মতো ব্যাট করতেন বলে যাঁর নামই হয়ে গিয়েছিল ‘কর্নেল’।

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে তিন টেস্ট সেঞ্চুরির মালিক বেঙ্গসরকর। সুনীল গাওস্করের পরে তিনিই ভারতের হয়ে একশোটা টেস্ট খেলার নজির গড়েন। তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য বেঙ্গসরকর ১৬ বছরের কেরিয়ারে ১১৬ টেস্ট খেলে ৬৮৬৮ রান করেন। ১২৯টা ওয়ান ডে-তে তাঁর ৩৫০৮ রান। ১৯৮৭ থেকে ১৯৮৯ দশটা টেস্টে দেশকে নেতৃত্ব দেন তিনি। “দেশে এটাই বোধহয় ক্রিকেটের সর্বোচ্চ সম্মান। বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। খুব গর্ব হচ্ছে,” এ দিন বলেন বেঙ্গসরকর।

এ ছাড়া পুরস্কার তালিকায় আছেন জম্মু-কাশ্মীরের পরভেজ রসুল (সেরা রঞ্জি অলরাউন্ডার), কর্নাটকের বিনয় কুমার (রঞ্জি ওয়ান ডে-তে সেরা অলরাউন্ডার), মহারাষ্ট্রের কেদার যাদব (রঞ্জিতে সর্বোচ্চ রান), হিমাচল প্রদেশের ঋষি ধবন (রঞ্জিতে সর্বোচ্চ উইকেট)। সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন স্মৃতি মানধানা। গত অগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। ২১ নভেম্বর মুম্বইয়ে এক অনুষ্ঠানে এঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

bhubaneshwar cricketer of the year vensarkar lifetime achievement award mumbai bcci player of the year cricket Dilip Vengsarkar sports news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy