Advertisement
E-Paper

বিহার ক্রিকেটে ডামাডোল চরমে, মুস্তাক আলির জন্য ঘোষিত হল দুটি দল!

ভারতীয় ক্রিকেট বোর্ড সবদিক খতিয়ে দেখে আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কোন দলটিকে তারা খেলার অনুমতি দেবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ০০:১২
—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

দীর্ঘদিন ধরে চলা বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেল। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য দুটি দল ঘোষণা করল বিহার। সংস্থার সভাপতি রাকেশ তিওয়ারি ও সচিব সঞ্জয় কুমারের মধ্যে অনেকদিন থেকেই বিবাদ চলছে। দুজনেই দুটি ভিন্ন দল ঘোষণা করেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড সবদিক খতিয়ে দেখে আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কোন দলটিকে তারা খেলার অনুমতি দেবে।

সভাপতি রাকেশ তিওয়ারি যে ২০ জনের দল ঘোষণা করেছেন, তার অধিনায়ক আশুতোষ আমন। সচিব সঞ্জয় কুমারের ঘোষিত দলের নেতা কেশব কুমার। এমন একজনও ক্রিকেটার নেই, যিনি দুটি দলেই রয়েছেন।

সভাপতির বক্তব্য, ‘‘এটা কোনও ইস্যুই নয়। ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের জন্য যে ওডিএমএস সফটওয়্যার আছে, তার পাসওয়ার্ড বিসিসিআই আমাদের দিয়েছে। সেখানে আমরা ক্রিকেটারদের নাম নথিভুক্ত করে পাঠিয়ে দিয়েছি। তার ভিত্তিতে চেন্নাইয়ের বায়ো বাবল হোটেলে ৩০টা ঘর বুক করা হয়েছে। সচিবের দলটা ভুয়ো।’’

আরও পড়ুন: দশকের সেরা ২ বিশ্ব একাদশের নেতা ধোনি-কোহালি, ৩ দলে ৫ ভারতীয়

আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে রুখে দিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার হরিকৃষ্ণ

তাঁর বক্তব্য, প্রতিষ্ঠান বিরোধী কার্যকলাপের জন্য সচিবকে বরখাস্ত করেছে অ্যাপেক্স কাউন্সিল। তিনি বলেন, ‘‘অ্যাপেক্স কাউন্সিলের ৮ জন সদস্য চিঠিতে সই করে সঞ্জয় কুমারকে বরখাস্ত করেছেন। ওঁর দল বাছার কোনও অধিকারই নেই। নিজের ছেলেকে দলে ঢুকিয়েছেন।’’

সচিব সঞ্জয় কুমার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহকে চিঠি দিয়ে বলেছেন, পুরো দোষটাই বিদায়ী জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) সাবা করিমের। কুমার চিঠিতে লিখেছেন, ‘‘সাবা করিম ওঁর ক্ষমতার অপব্যবহার করে ওডিএমএস-এর পাসওয়ার্ড বদলে দিয়েছেন। নতুন পাসওয়ার্ড উনি ওঁর পছন্দের লোকেদের দিয়েছেন।’’

Bihar Cricket Association Cricket Syed mustaq Ali Tournament T20
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy