পার্থ টেস্ট হেরে যাওয়ার পর বাড়তি অনুশীলন নয়, বাড়তি ছুটি কাটানোর সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। যা অবাক করছে ক্রিকেটমহলকে। কারণ, চার টেস্টের সিরিজে এগিয়ে গিয়েও লিড ধরে রাখা যায়নি। অস্ট্রেলিয়া সমতা ফিরিয়েছে সিরিজে। তাই এই সময় নিজেদের ভুল-ক্রুটিগুলো দ্রুত শুধরে নেওয়াতেই থাকা উচিত ছিল অগ্রাধিকার। কিন্তু সেটাই হচ্ছে না!
২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। যা ঠিক আছে, তাতে বিরাট কোহালিরা নেটে নামবেন ২৩ তারিখ। মানে, বুধবার থেকে শুরু হওয়া টেস্টের জন্য অনুশীলন শুরু হবে রবিবার থেকে। অথচ, মঙ্গলবার শেষ হয়েছে পার্থ টেস্ট। মঙ্গলবার থেকে শনিবার ছুটিতেই থাকছেন ক্রিকেটাররা।
এর আগে অ্যাডিলেডে প্রথম টেস্ট জেতার পরও ভারতীয় ক্রিকেটারদের ছুটি দিয়েছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী। নেটে ঘাম ঝরানো নয়, বিশ্রামকেই দেওয়া হয়েছিল অগ্রাধিকার। কিন্তু তার ফল যে ভাল হয়নি, তা সিরিজ ১-১ হওয়াতেই পরিষ্কার। প্রশ্ন হচ্ছে, পার্থ টেস্টের পরও একই ভাবে বিশ্রামে জোর দিয়ে ভারত নিজেদের ক্ষতি নিজেরাই করছে না তো!