Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
India

ঐতিহাসিক মেলবোর্ন জয়ে যে রেকর্ডগুলি গড়ল ভারত

অস্ট্রেলিয়াকে হারিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিল ভারত। ৩৭ বছর পর মেলবোর্নের মাটিতে অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করা ছাড়াও বেশ কয়েকটি রেকর্ডও কিন্তু হয়েছে এই সিরিজে। সেগুলি কী, দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১১:৩৯
Share: Save:
০১ ১৩
অস্ট্রেলিয়াকে হারিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিল ভারত। ৩৭ বছর পর মেলবোর্নের মাটিতে অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করা ছাড়াও বেশ কয়েকটি রেকর্ডও কিন্তু হয়েছে এই সিরিজে। সেগুলি কী, দেখে নেওয়া যাক।

অস্ট্রেলিয়াকে হারিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিল ভারত। ৩৭ বছর পর মেলবোর্নের মাটিতে অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করা ছাড়াও বেশ কয়েকটি রেকর্ডও কিন্তু হয়েছে এই সিরিজে। সেগুলি কী, দেখে নেওয়া যাক।

০২ ১৩
ময়াঙ্ক আগরওয়াল অভিষেক টেস্টেই গড়লেন রেকর্ড। ওপেনার হিসাবে জায়গাটাও পাকা করে নিলেন বলা যায়।

ময়াঙ্ক আগরওয়াল অভিষেক টেস্টেই গড়লেন রেকর্ড। ওপেনার হিসাবে জায়গাটাও পাকা করে নিলেন বলা যায়।

০৩ ১৩
অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে কোনও ভারতীয়ের সবচেয়ে বেশি রানের (৭৬) রেকর্ড গড়লেন তিনি। ভাঙলেন ৭১ বছরের পুরনো রেকর্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে কোনও ভারতীয়ের সবচেয়ে বেশি রানের (৭৬) রেকর্ড গড়লেন তিনি। ভাঙলেন ৭১ বছরের পুরনো রেকর্ড।

০৪ ১৩
অস্ট্রেলিয়াকে হারিয়ে এই টেস্ট জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছুঁলেন বিরাট কোহালি।

অস্ট্রেলিয়াকে হারিয়ে এই টেস্ট জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছুঁলেন বিরাট কোহালি।

০৫ ১৩
অধিনায়ক হিসাবে ১১টি অ্যাওয়ে ম্যাচ জেতার সুবাদে এল এই রেকর্ড। ২৪ ম্যাচ খেলেই কোহালি এই রেকর্ড ছুঁলেন। সৌরভ এই রেকর্ড গড়েছিলেন ২৮টি ম্যাচে অধিনায়কত্বের পর।

অধিনায়ক হিসাবে ১১টি অ্যাওয়ে ম্যাচ জেতার সুবাদে এল এই রেকর্ড। ২৪ ম্যাচ খেলেই কোহালি এই রেকর্ড ছুঁলেন। সৌরভ এই রেকর্ড গড়েছিলেন ২৮টি ম্যাচে অধিনায়কত্বের পর।

০৬ ১৩
ঋষভ পন্থও এই টেস্টে রেকর্ড গড়লেন। ভারতের হয়ে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি শিকারের রেকর্ডটি এখন এই উইকেটকিপারের দখলে। এখনও পর্যন্ত ২০টি শিকারের সঙ্গে রয়েছে পন্থের নাম।

ঋষভ পন্থও এই টেস্টে রেকর্ড গড়লেন। ভারতের হয়ে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি শিকারের রেকর্ডটি এখন এই উইকেটকিপারের দখলে। এখনও পর্যন্ত ২০টি শিকারের সঙ্গে রয়েছে পন্থের নাম।

০৭ ১৩
এর আগে ১৯৫৪-১৯৫৫ সালে নরেন তামহানে, ১৯৭৯-৮০ সাল মরসুমে সৈয়দ কিরমানির দখলে ছিল এই রেকর্ড। তাঁদের দু’জনেরই ১৯টি করে শিকার ছিল পাকিস্তানের বিরুদ্ধে। পন্থ ভাঙলেন সেই রেকর্ড দুটি।

এর আগে ১৯৫৪-১৯৫৫ সালে নরেন তামহানে, ১৯৭৯-৮০ সাল মরসুমে সৈয়দ কিরমানির দখলে ছিল এই রেকর্ড। তাঁদের দু’জনেরই ১৯টি করে শিকার ছিল পাকিস্তানের বিরুদ্ধে। পন্থ ভাঙলেন সেই রেকর্ড দুটি।

০৮ ১৩
যশপ্রীত বুমরার তীব্র গতি ভুগিয়েছে অস্ট্রেলীয়দের। টেস্ট অভিষেকের পর মাত্র ৯টি ম্যাচেই ৪৮ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। ১৯৭৯ সালে প্রথম বার টেস্ট খেলতে নেমে এক বছরে ৪০ উইকেট নিয়েছিলেন দিলীপ দোশি। সেই রেকর্ড ভাঙলেন গুজরাতের পেসার।

যশপ্রীত বুমরার তীব্র গতি ভুগিয়েছে অস্ট্রেলীয়দের। টেস্ট অভিষেকের পর মাত্র ৯টি ম্যাচেই ৪৮ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। ১৯৭৯ সালে প্রথম বার টেস্ট খেলতে নেমে এক বছরে ৪০ উইকেট নিয়েছিলেন দিলীপ দোশি। সেই রেকর্ড ভাঙলেন গুজরাতের পেসার।

০৯ ১৩
এ ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্টে সবচেয়ে বেশি আট উইকেট দখলের রেকর্ড ছিল কপিল দেব ও অজিত আগরকরের। বুমরার হাত ধরেই এই প্রথম নয় উইকেট পেলেন কোনও ভারতীয়।

এ ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্টে সবচেয়ে বেশি আট উইকেট দখলের রেকর্ড ছিল কপিল দেব ও অজিত আগরকরের। বুমরার হাত ধরেই এই প্রথম নয় উইকেট পেলেন কোনও ভারতীয়।

১০ ১৩
টসে জিতে আজ পর্যন্ত কোহালির নেতৃত্বে ভারতীয় দল পরাজিত হয়নি। এটাকেও এক অর্থে রেকর্ড বলা যায় বই কী!

টসে জিতে আজ পর্যন্ত কোহালির নেতৃত্বে ভারতীয় দল পরাজিত হয়নি। এটাকেও এক অর্থে রেকর্ড বলা যায় বই কী!

১১ ১৩
২০১৮ সালে বিদেশের মাটিতে ৪৪৩ রানই কোনও দলের বিরুদ্ধে ভারতীয় দলের সর্বোচ্চ রান।

২০১৮ সালে বিদেশের মাটিতে ৪৪৩ রানই কোনও দলের বিরুদ্ধে ভারতীয় দলের সর্বোচ্চ রান।

১২ ১৩
মেলবোর্নে সবচেয়ে বেশি ক্ষণ ব্যাট করার রেকর্ড করল ভারত। ১৬৯.৪ ওভার ব্যাট করে ৩৫ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত।

মেলবোর্নে সবচেয়ে বেশি ক্ষণ ব্যাট করার রেকর্ড করল ভারত। ১৬৯.৪ ওভার ব্যাট করে ৩৫ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত।

১৩ ১৩
চেতেশ্বর পূজারা ও বিরাট কোহালি তৃতীয় উইকেট পার্টনারশিপে ১৭০ রান করেন এই ম্যাচে। এর আগে মেলবোর্নে ১৯৪৬-১৯৪৭ সালে ব্র্যাডম্যান-হ্যাসেট তৃতীয় উইকেটে যোগ করেছিলেন ১৬৯ রান। মেলবোর্নে এই দুই দেশের লড়াইয়ে এত দিন এটাই ছিল রেকর্ড।

চেতেশ্বর পূজারা ও বিরাট কোহালি তৃতীয় উইকেট পার্টনারশিপে ১৭০ রান করেন এই ম্যাচে। এর আগে মেলবোর্নে ১৯৪৬-১৯৪৭ সালে ব্র্যাডম্যান-হ্যাসেট তৃতীয় উইকেটে যোগ করেছিলেন ১৬৯ রান। মেলবোর্নে এই দুই দেশের লড়াইয়ে এত দিন এটাই ছিল রেকর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy