Advertisement
০৫ মে ২০২৪
Sports News

আজ শহরে বুম বুম

চেন্নাই। নয়াদিল্লি। কলকাতা। ভারতের তিন শহরে তিন অবতারে বরিস বেকার। এবং আগের দু’টোর মতো কলকাতাতেও আজ ও কাল বেকারের উপস্থিতি হতে চলেছে বুম বুম!

দিল্লিতে বরিস বেকার। শুক্রবার। ছবি: রমাকান্ত কুশওয়া।

দিল্লিতে বরিস বেকার। শুক্রবার। ছবি: রমাকান্ত কুশওয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৯
Share: Save:

চেন্নাই। নয়াদিল্লি। কলকাতা।

ভারতের তিন শহরে তিন অবতারে বরিস বেকার। এবং আগের দু’টোর মতো কলকাতাতেও আজ ও কাল বেকারের উপস্থিতি হতে চলেছে বুম বুম!

চেন্নাইয়ে নব্বইয়ের দশকে খোদ এটিপি ট্যুরে খেলতে এসে প্রবাদপ্রতিম জার্মান টেনিস তারকার মন্তব্য চাঞ্চল্য তৈরি করেছিল। ‘‘এখানে তো দেখছি রাস্তায় সব কিছু ঘটছে! লোকে খাচ্ছে, ঘুমোচ্ছে, রান্না করছে, মারামারিও করছে। গরুরও রাস্তায় বসবাস!’’ পাঁচতারা হোটেলের টেনিস কোর্টে প্র্যাকটিস করতে চেয়েও বেকার নাকি শোনেন সেখানেও গরু চরে মাঝেমধ্যে!

দিল্লিতে বছর দুই আগে আইপিটিএলে এসে আবার সেলিব্রিটি টেনিস ম্যাচের ফাঁকে বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে বেকারের ক্ষণিক নাচ পরের দিন দেশ-বিদেশের অনেক কাগজে সচিত্র ফার্স্ট পেজ নিউজ হয়েছিল।

কলকাতায় শনি-সকালে বেকারের পদধ্বনির মধ্যে হয়তো নস্ট্যালজিয়ার অনুরণন থাকবে! আগের রাতেই যে তিনি সেই সতেরো বছর বয়সে ঐতিহাসিক উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার টেনিস শ্যু-র ব্র্যান্ড উদ্বোধন দিল্লিতে করে আসছেন এ শহরে! বেকারের প্রথম অবাছাই হিসেবে ‘মাদার অব গ্র্যান্ড স্ল্যাম’ জেতার নজির জনাদুয়েক প্লেয়ার পরে ছুঁলেও তাঁর কনিষ্ঠতম উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার অতুলনীয় রেকর্ড আজ ৩১ বছর পরেও অটুট।

কিন্তু তিনি বরিস ‘বুম বুম’ বেকার শহরে পৌঁছেই ঘণ্টা দুয়েকের ভেতর মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে পাস্তা রান্নায় নেমে পড়বেন। বিকেলে ছুটবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পরের দিনের ‘কলকাতা টোয়েন্টি ফাইভ কে’-র দৌড়বাজদের সঙ্গে আলাপচারিতা জমাতে। তার পর রবিবার ওই ইভেন্টের ফ্ল্যাগ-অফ করা তো থাকছেই। ভোর ছ’টায় রেড রোডে। যে জন্যই শহরে আসা টেনিসের জোকারের সদ্য প্রাক্তন কোচের।

কী দাঁড়াচ্ছে? বেকারের প্রথম কলকাতা সফর সম্পূর্ণ টেনিস বর্জিত! এবং সেটাই চমক। বুম বুম সার্ভের মতো!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boris Becker Marathon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE