Advertisement
০৫ মে ২০২৪

জেতাই মন্ত্র দুই ম্যাঞ্চেস্টারের

চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। অন্য দিকে, সমসংখ্যক ম্যাচে ভ্যালেন্সিয়ার সংগ্রহ পাঁচ পয়েন্ট।

প্রস্তুতি: লিয়ঁকে হারালেই চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে থাকবেন। মাঠে জোরকদমে প্রস্তুতি আগুয়েরোদের। এএফপি

প্রস্তুতি: লিয়ঁকে হারালেই চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে থাকবেন। মাঠে জোরকদমে প্রস্তুতি আগুয়েরোদের। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০৩:৫৫
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ১২১ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেরি আ-তেও রোনাল্ডোর দল জুভেন্তাস খেতাব জয়ের দিকে এগোচ্ছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচ খেলতে নামছে জুভেন্তাস। চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। অন্য দিকে, সমসংখ্যক ম্যাচে ভ্যালেন্সিয়ার সংগ্রহ পাঁচ পয়েন্ট। মঙ্গলবার রাতে ড্র করলেই পরের রাউন্ডে পৌঁছে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সেরি আ-র ম্যাচে গত শনিবারই গোল করে দলকে জেতানোর পরে রোনাল্ডো বলেছিলেন, ‘‘জুভেন্তাসের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে। এ বার নিশানা চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়া ম্যাচ।’’ যা শুনে উৎসাহিত রোনাল্ডোর সতীর্থরাও। হুয়ান কুয়াদ্রাদো বলছেন, ‘‘রোনাল্ডোর পেশাদারিত্ব মুগ্ধ করার মতো। দলের জয়ের জন্য ওর মরিয়া মেজাজ আমাদের ভাল ফলের রসদ।’’

এ দিকে, জুভেন্তাস ছাড়াও মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ঘরোয়া লিগে গত সপ্তাহের শেষে পয়েন্ট নষ্ট করে এই মুহূর্তে মানসিক ভাবে নড়বড়ে জায়গায় রয়েছে দুই দলই। মঙ্গলবার গ্রুপ ‘ই’-তে বায়ার্নের প্রতিপক্ষ বেনফিকা। মিউনিখে যে ম্যাচ ড্র করলেই পরের রাউন্ডে পৌঁছে যাবে বায়ার্ন। চার ম্যাচে তাঁদের পয়েন্ট ১০। অন্য দিকে গ্রুপে প্রথম দুইয়ের মধ্যে থাকতে গেলে এই ম্যাচ জিততে হবে বেনফিকাকে। বায়ার্ন মিউনিখ ম্যানেজার নিকো কোভাচ বলছেন, ‘‘জানি, বেনফিকা জয়ের জন্য মরিয়া হবে। সেটা রুখে দেওয়ার পাশাপাশি ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই আমরা।’’

গ্রুপ ‘জি’-র অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রোমা। চার ম্যাচে দুই দলের পয়েন্ট নয়। গোলপার্থক্যে শীর্ষে রিয়াল মাদ্রিদ। রোমা ম্যানেজার ইউসেবিয়ো দি ফ্রান্সেসকো বলছেন, ‘‘জয়ের খিদে নিয়েই ওরা মাঠে নামবে।’’

গ্রুপ ‘এফ’-এর ম্যাচে পেপ গুয়ার্দিয়োলার ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ লিয়ঁ। যে ম্যাচ ড্র করলেই পরের রাউন্ডে পৌঁছে যাবেন সের্খিয়ো আগুয়েরোরা। জিতলে গ্রুপের শীর্ষে থাকবে ম্যান সিটি।

গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ডের ইয়ং বয়েজ। যে ম্যাচ জিতলেই পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র মিলবে রোমেলু লুকাকুদের।

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: এইকে বনাম আয়াখ্স (রাত ১১-২৫), সিএসকেএ মস্কো বনাম প্লজেন (রাত ১১-২৫), রোমা বনাম রিয়াল মাদ্রিদ (রাত ১-৩০), লিয়ঁ বনাম ম্যান সিটি (রাত ১-৩০), জুভেন্তাস বনাম ভ্যালেন্সিয়া (রাত ১-৩০), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ইয়ং বয়েস (রাত ১-৩০), বায়ার্ন মিউনিখ বনাম বেনফিকা (রাত ১-৩০), হফেনহেইম বনাম শাখতার ডনেস্ক (রাত ১-৩০)। সরাসরি সোনি টেন ওয়ান, সোনি টেন টু ও সোনি ইএসপিএন চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE