ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বস্ত হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।
যুবভারতীতে শনিবার তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচে মালি-র বিরুদ্ধেও জিতলেও পাওলো হেনরিক সাম্পাইও ফিলহো (পাওলিনহো), অ্যালান সৌজা-দের খেলায় হতাশ ক্রীড়াপ্রেমীরা। ফুটবলারদের পারফরম্যান্সে হতাশ ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারাও। কিন্তু উচ্ছ্বসিত কোচ কার্লোস আমাদেউ-কে নিয়ে। এ বার তাঁর হাতেই পাকাপাকি ভাবে অনূর্ধ্ব-২০ জাতীয় দলের দায়িত্ব দেওয়ার ভাবনা ব্রাজিল ফুটবল ফেডারেশন কর্তাদের।
শনিবার মালি-র বিরুদ্ধে ২-০ জয়ের পর সাংবাদিক বৈঠকে কার্লোস স্বীকার করে নিয়েছিলেন, ব্রাজিলের খেলায় একেবারেই ছন্দ ছিল না। ভাগ্য ভাল ছিল বলেই মালি-র বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে পেরেছে পাওলিনহো-রা। ব্রাজিল কোচ প্রকাশ্যে ফুটবলারদের পারফরম্যান্সের সমালোচনা করায় বিস্মিত হন দলের অনেকেই। উদ্বিগ্ন এক সদস্য শনিবার রাতেই বলছিলেন, ‘‘কোনও ফুটবলার ভুল করলে ড্রেসিংরুমে বা টিম মিটিংয়ে শান্ত ভাবে তাকে বুঝিয়ে দেন কোচ। এ ভাবে প্রকাশ্যে সমালোচনা করতে কখনও দেখিনি ওঁকে। কোচ মনে হয় দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন।’’