যোগাসনে সোনা জিতল কাটোয়ার মেয়ে
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
মেডেল হাতে সঙ্গীতা।—নিজস্ব চিত্র।
আটটি রাজ্যের মধ্যে হওয়া যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সঙ্গীতা দত্ত। ভারতের যোগ ফেডারেশনের উদ্যোগে ও ঝাড়খণ্ড যোগাসন অ্যাসোসিয়েশনের পরিচালনায় ধানবাদের পাবলিক স্কুলে ওই প্রতিযোগিতা হয়। ২৯ থেকে ৩১ অগস্ট পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় যোগ দিয়েছিল আটটি রাজ্য। অনূর্ধ্ব ২৫ সাধারণ বিভাগে ২৪ জন প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক জিতে নেয় সঙ্গীতা। তবে ওই প্রতিযোগিতায় স্থান কিছুটা কপাল জোরেই পান সঙ্গীতা। কলকাতায় অনুষ্ঠিত রাজ্য প্রতিযোগিতায় সঙ্গীতা চতুর্থ স্থান পান। তৃতীয় স্থানাধিকারী কোনও কারণে জাতীয় প্রতিযোগিতায় যোগ দিতে না পারায় আচমকা সুযোগ আসে সঙ্গীতার। বুধবার কাটোয়ার বাড়িতে বসে তৃতীয় বর্ষের ওই ছাত্রী বলেন, “রাজ্য প্রতিযোগিতার সময় আমি খুব অসুস্থ ছিলাম। ঈশ্বর আমার দিকে মুখ তুলে চেয়েছেন। প্রমাণ করতে পেরেছি, আমি যোগ্য।” এই জাতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ ছাড়াও সিকিম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের প্রতিযোগীরা যোগ দিয়েছিলেন। সঙ্গীতার বোন রঞ্জিতাও কাটোয়া কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তিনিও নিয়মিত যোগাসন করেন। তাঁর কথায়, “দিদিকে সামনে রেখে আমিও ওই প্রতিযোগিতায় যোগ দেওয়ার চেষ্টা চালাব।” মেয়ের সাফল্যে খুশি কাটোয়া পুরসভার কর্মী সুরজিৎ দত্ত বলেন, “পঞ্চম শ্রেণি থেকেই নিষ্ঠার সঙ্গে যোগাসন করে সঙ্গীতা। তার ফল পেল আজ।” আর প্রশিক্ষক কৃষ্ণপদ নন্দীর ছাত্রী সঙ্গীতা বলেন, কোনও বাঁধাধরা নিয়মে নয়, সময় পেলেই অনুশীলন করতাম।”
সচিন সকাশে
ভারতের মাটিতে পা রেখে সবার আগে সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করবেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টোনি অ্যাবট! বৃহস্পতিবার দুপুরে মুম্বই পৌঁছোচ্ছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। দু’দিনের ভারত সফরে অন্য কোনও কাজে হাত দেওয়ার আগে তিনি ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় সচিন-সহ ভারতীয় ক্রিকেটের প্রথম সারির কয়েক জন ব্যক্তিত্বের সঙ্গে বসবেন। অ্যাবটের সঙ্গে আসছেন দুই প্রাক্তন অস্ট্রেলীয় মহাতারকা, অ্যাডাম গিলক্রিস্ট এবং ব্রেট লি। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর এ বারের ভারত সফরে দু’দেশের মধ্যে একটি ক্রীড়া বিষয়ক মউ স্বাক্ষর হওয়ার কথা। তবে চুক্তির খুঁটিনাটি এখনও প্রকাশ করছেন না বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব সঞ্জয় ভট্টাচার্য। তিনি শুধু বলেছেন, “ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেটীয় যোগাযোগ ঠিক কতটা মজবুত, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সবার আগে সচিনের সঙ্গে আলোচনায় বসতে চাওয়া থেকেই স্পষ্ট।” প্রসঙ্গত আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। যাকে উপলক্ষ করে পর্যটনে বাড়তি জোর দিয়েছে অস্ট্রেলিয়া।
ফের বাইরে খেদিরা
ব্রাজিল বিশ্বকাপে ফাইনালের আগে ওয়ার্ম আপ করতে গিয়ে চোট পেয়ে খেলতে পারেননি আর্জেন্তিনার বিরুদ্ধে। সেই ফাইনালের রি-ম্যাচ বলে বহুল প্রচারিত বুধবারের জার্মানি-আর্জেন্তিনা ফ্রেন্ডলিটাও খেলা হল না স্যামি খেদিরার। এ বারও কারণ সেই চোট! জার্মান তারকার বাঁ-উরুর পেশি ছিঁড়েছে। যার দরুন ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি। মাঝ অক্টোবরের আগে তাঁর পক্ষে ফেরা সম্ভব নয়, জানিয়েছেন চিকিৎসকেরা। তবে নাটকীয়তার এখানেই শেষ নয়। কী করে চোট লাগল, তা নিয়ে শুরু হয়েছে দেশ বনাম ক্লাব তরজা। দি মারিয়া, জাবি আলোনসো অন্য ক্লাবে চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তির মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন খেদিরা। আন্সেলোত্তির এখন মাথায় হাত! স্প্যানিশ ক্লাবের দাবি, রিয়াল সোসিয়েদাদের সঙ্গে শেষ ম্যাচ খেলার পর দিব্বি ভাল ছিলেন তারকা। জাতীয় দলের সঙ্গে অনুশীলনেই চোট পান। জার্মানি যাতে পাল্টা বলেছে, খেদিরা ক্লাব থেকেই চোট নিয়ে এসেছিলেন।
গলের আইন
ওয়েন রুনি-ই হোন বা অ্যাঞ্জেল দি মারিয়া—ম্যাচের আগের রাতে মোবাইল ফোন তুলে দিতে হবে লুই ফান গলের হাতে। আরও আছে। ম্যাচের সকালে টিম ব্রেকফাস্টে আসতে এক মিনিটও দেরি হলেই বাদ টিম থেকে। দায়িত্ব নিয়ে এমন সব কড়া কড়া আইন চালু করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ। যদিও তাতেও প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে সাফল্যের মুখ দেখেনি টিম। ফান গল অবশ্য অটল। তাঁর কড়া নির্দেশে ম্যানইউ-এর প্রথম টিম এবং যুব দল কাঁটায় কাঁটায় বেলা একটায় লাঞ্চে বসছে একসঙ্গে। খাওয়ার টেবিলে ফুটবলের বাইরে অন্য প্রসঙ্গ তোলায় নিষেধাজ্ঞা বসেছে! এর আগে আয়াখ্সের কোচ থাকার সময়েও নাকি ফান গাল ব্রেকফাস্টে দেরি বরদাস্ত করতেন না। দেরি হলেই জরিমানা হত। আর পরের দিন আবার হলে, জরিমানার অঙ্কটা ঝটিতি দ্বিগুণ! ম্যানইউ-তে আবার পাঁচ লাখ ডলার খরচে একাধিক ক্যামেরা বসিয়েছেন। যাতে ট্রেনিংয়ে কেউ তাঁর নজরকে ফাঁকি দিতে না পারে!
কবাডির পাশে কেন্দ্র
প্রো কবাডির দুরন্ত সাফল্য ভারতের অন্যতম প্রাচীন খেলায় জেনারেশন ওয়াইয়ের আগ্রহ তৈরি করে দেওয়ার পর এ বার কবাডির পাশে দাঁড়াচ্ছে কেন্দ্রীয় সরকার! বিশ্ব কবাডি লিগকে এ দিন সরকারি ভাবে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও। কবাডির সর্বপ্রথম এই আন্তর্জাতিক টুর্নামেন্টে লড়াই হচ্ছে আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। গত ৯ অগস্ট লন্ডনে শুরু হওয়ার পর লিগের বিভিন্ন ম্যাচ খেলা হবে মোট ১৩টি আন্তর্জাতিক শহরে। যার মধ্যে রয়েছে ভারতের ছ’টি শহর। ভারতের প্রাক্তন হকি অধিনায়ক ও বিশ্ব কবাডি লিগের কমিশনার পারগত সিংহ সরকারি স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত। বলেছেন, “শুধু ভারতে নয়, বিশ্বের দরবারে কবাডিকে নতুন করে তুলে ধরার যে লক্ষ্য নিয়ে আমরা নেমেছি, সেটা পূরণের দিকে আরও একটু এগিয়ে যাওয়া গেল।”
নিকোর পাশে ভেটেল
হ্যামিল্টন বনাম রোজবার্গ, মার্সিডিজ ‘গৃহযুদ্ধে’ নতুন মাত্রা যোগ করে দিলেন সেবাস্তিয়ান ভেটেল। স্পা-কাণ্ডে এ দিন সটান স্বদেশি রোজবার্গের পাশে দাঁড়িয়েছেন রেড বুলের চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান। বেলজিয়ান গ্রাঁ প্রি-তে লুইস হ্যামিল্টনের গাড়িতে ধাক্কা মেরে নিজের দল মার্সিডিজেই কোণঠাসা রোজবার্গ। দল বলেছে, তাঁর আচরণ মেনে নেওয়া যায় না। হ্যামিল্টনও দাবি করেছেন, টিমমেট তাঁকে ইচ্ছাকৃত ধাক্কা মেরেছিলেন। ভেটেল কিন্তু বলেছেন, “আমার মতে ওটা স্রেফ একটা দুর্ঘটনা, যা নিয়ে এত কথার কোনও মানেই নেই। কেউ টিমমেটকে ইচ্ছাকৃত ধাক্কা মারে না বা টিমের ক্ষতি করে না। সে দিন নিকো সব কিছুই ঠিক করেছিল। লুইসের থেকে নিজের গতি বেশি আছে বুঝেই ওভারটেক করতে গিয়েছিল।”
হতাশ মেরি
জঙ্গিদের চোখরাঙানিতে তাঁর নিজের রাজ্য মণিপুরের মানুষই দেখতে পাবে না তাঁর জীবনী নিয়ে তৈরি বলিউডের ছবি ‘মেরি কম’। যা জানার পর থেকে দারুণ মুষড়ে পড়েছেন কিংবদন্তি বক্সার। হিন্দি ছবি দেখানো চলবে নাসাফ হুমকি রয়েছে জঙ্গিদের। যা ভাঙার সাহস দেখাতে পারছেন না মণিপুরের মুখ্যমন্ত্রী ওঙ্কার সিংহ পর্যন্ত। মেরি কমের কথায়, “বিষয়টা নিয়ে রাজ্য সরকারের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি। আমি চাই আমার রাজ্যের মানুষ ছবিটা দেখার সুযোগ পান। আমাদের দেশে মিলখা সিংহের পর খেলার জগতের মানুষদের নিয়ে এটা মাত্র দ্বিতীয় ছবি। কিন্তু আমি অসহায়!” মেরির স্বামী ওনলের কম সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন। কিন্তু লাভ হয়নি।