Advertisement
৩০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

খেলাধুলোয় আগ্রহী গড়পড়তা বাঙালি টিনএজার যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় বা মেসি-রোনাল্ডো হতে চায়, সেখানে ওঁর চোখে গতির স্বপ্ন। লক্ষ্য পেশাদার রেস ড্রাইভার হওয়া। স্বপ্নের নাগাল পেতে আগামী বছর ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন বাংলার তথাগত মুখোপাধ্যায়। আঠারোর তরুণ আত্মপ্রকাশেই দাগ কেটেছেন ভারতের রেসিং সার্কিটে

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ০৩:২৬
Share: Save:

রাইকোনেনের টিপসের আশায় বাংলার রেসার

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

খেলাধুলোয় আগ্রহী গড়পড়তা বাঙালি টিনএজার যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় বা মেসি-রোনাল্ডো হতে চায়, সেখানে ওঁর চোখে গতির স্বপ্ন। লক্ষ্য পেশাদার রেস ড্রাইভার হওয়া। স্বপ্নের নাগাল পেতে আগামী বছর ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন বাংলার তথাগত মুখোপাধ্যায়। আঠারোর তরুণ আত্মপ্রকাশেই দাগ কেটেছেন ভারতের রেসিং সার্কিটে। এ বছর কোয়েম্বত্তূরের ডার্ক ডন রেসিং টিমের হয়ে জেকে রেসিংয়ের এলজিবি ফর্মুলা-৪ বিভাগে চূড়ান্ত পর্বে লড়াইয়ে ছিলেন। গত সপ্তাহে বুদ্ধ সার্কিটের ফাইনালে শেষ করেন নবম স্থানে। তুন্না ডাকনামে বেশি পরিচিত তথাগত বলছিলেন, “আরমান ইব্রাহিমের টিপস ফাইনাল দরুণ সাহায্য করে।” মার্চে যাচ্ছেন সিলভারস্টোন। গ্যারি চ্যাপম্যানের বিখ্যাত কার্টিং অ্যাকাডেমিতে দু’মাসের প্রশিক্ষণে। তুন্নার কথায়, “রাইকোনেন, রোজবার্গের মতো ফর্মুলা ওয়ান তারকা ওখানে আসেন। ওঁদের টিপস পেলে অসাধারণ হবে!” পেশাদার হতে তুন্নাকে সাহায্য করছেন ভারতের প্রথম মহিলা রেসিং চ্যাম্পিয়ন আলিশা আবদুল্লা। যাঁর পরামর্শে মালয়েশিয়ার সেপাং সার্কিটে ‘রোট্যাক্স ম্যাক্স চ্যালেঞ্জ’ রেসিংয়ে নামার চেষ্টায় আছেন। জেকে রেসিংয়ের ফর্মুলা এফবি০২-তে চালানোর তোড়জোড়ও চলছে। মিশায়েল শুমাখার আর লুইস হ্যামিল্টনের ভক্ত। তবে প্রেরণা বাবা, ফর্মুলা ওয়ান মার্শাল দেবদত্ত মুখোপাধ্যায়। রেসিংয়ের বিপজ্জনক দিকের আঁচটাও পেয়েছেন এ বছরই। একটা রেসে দু’শো কিলোমিটার গতিতে চলার সময় গাড়িতে আগুন লেগেছিল। তুন্না অবশ্য বলে দিলেন, “এ সব থাকবেই। মানসিক ভাবে আমি সবের জন্যই পুরোপুরি প্রস্তুত।” আগামী ক’সপ্তাহ অবশ্য রেসিং থেকে দূরেই থাকবেন। শিলিগুড়ির জিডি গোয়েন্‌কা স্কুলের ছাত্রের শিয়রে হায়ার সেকেন্ডারি। “ভাল রেজাল্ট করতেই হবে।” কেন? গাড়ি তৈরির পাঠ নিয়ে আটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চান যে!

ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে ভারত ১৭১

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আইএসএল নিয়ে ফুটবল-উত্‌সব দেশে যতই জনপ্রিয় হোক না কেন, যতই রবার্ট পিরেস, দেল পিয়েরোরা বলে যান, ইন্ডিয়ান সুপার লিগ ভারতীয় ফুটবলের উত্‌কর্ষ বৃদ্ধি করবে, বাস্তবে তার প্রতিফলন নেই। ফিফা র‌্যাঙ্কিংয়ে ক্রমশ পিছনের দিকে হাঁটছে ভারত। বৃহস্পতিবার ফিফা যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে এক ধাপ নেমে ভারত চলে গিয়েছে ১৭১ নম্বরে। বাংলাদেশেরও (১৭৫) ছ’ধাপ পিছনে। ফেডারেশন কর্তাদের ব্যাখ্যায়, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ না খেলাতেই র‌্যাঙ্কিং পিছনের দিকে চলে গিয়েছে। র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে কোনও পরিবর্তন নেই। এক নম্বরে রয়েছে জার্মানিই। দু’ নম্বরে আর্জেন্তিনা। তিন, চার, পাঁচে কলম্বিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। নেইমারের ব্রাজিল এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল রয়েছে ছয় ও সাত নম্বরে।

৭৯ নম্বরে ইস্টবেঙ্গল

এএফসি প্রকাশিত ক্লাব র‌্যাঙ্কিংয়ে প্রথম একশোয় জায়গা করে নিল ইস্টবেঙ্গল। ডুডু-র‌্যান্টিদের ক্লাবের র‌্যাঙ্কিং ৭৯। এএফসি প্রকাশিত এই ক্লাব র‌্যাঙ্কিংয়ে এশিয়ার প্রথম দেড়শোটি ক্লাবের স্থান হয়েছে। ভারত থেকে ইস্টবেঙ্গল ছাড়াও প্রথম ১৫০-এ স্থান করে নিয়েছে চার্চিল ব্রাদার্স (১০৩), ডেম্পো (১১৩), পুণে এফসি (১২৩)।

বথামের পরামর্শ

অ্যালিস্টার কুককে অধিনায়কের পদ থেকে সরালে বি শ্বকাপে ইংল্যান্ডের ভাল পারফরম্যান্সের সম্ভাবনা বাড়তেই পারে। বলছেন, প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার ইয়ান বথাম। বথামের কথায়, “বিশ্বকাপ নিজেদের দেশে আনতে হলে ইংল্যান্ডকে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আর মাঠে নেমে নিজেদের প্রতিভাকে নিংড়ে দিতে হবে। আগের পাঁচটি বিশ্বকাপের চেয়ে এ বারের দলে অনেক সম্ভাবনাময়।” উল্লেখ্য, সম্প্রতি শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজে ২-৫ হেরে সমালোচনার মুখে অ্যালিস্টার কুকের অধিনায়কত্ব। যদিও বথাম সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, কুককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেই কেউ যদি মনে করে ইংল্যান্ড বিশ্বকাপ জিতে গিয়েছে, তা হলে সে ভুল করবে। পুরো ব্যাপারটাই নির্ভর করবে নির্বাচকরা বিগত দু’বছরে টিমের কী মূল্যায়ন করেছেন তার উপর।

হিলিদের ছুঁলেন হাডিন

উইকেটের পিছনে দাঁড়িয়ে টেস্টে শিকার ধরার পরিসংখ্যানে রডনি মার্শ, ইয়ান হিলিদের ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্র‌্যাড হাডিন। বৃহস্পতিবার গাব্বায় ভারতীয় ইনিংস শেষ হওয়ার সময়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হ্যাডিনের শিকার সংখ্যা দাঁড়ায় ছয়। প্রত্যেকটাই কট বিহাইন্ড। অস্ট্রেলীয়দের হয়ে এই কৃতিত্ব মার্শ, হিলি ছাড়াও রয়েছে ওয়ালি গ্রাউটের। তবে নাথান লিঁয়-র বলে বরুণ অ্যারনের ক্যাচ না ফস্কালে অজিদের মধ্যে টেস্টে এক ইনিংসে সবচেয়ে শিকার ধরার রেকর্ড নিজের দখলে রাখতে পারতেন হ্যাডিন।

স্টার্ক বিতর্কে ওয়ার্ন

মিচেল স্টার্কের সমালোচনা করে তাঁকে ‘নরম প্রকৃতির’ ক্রিকেটার বললেন শেন ওয়ার্ন। ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাননি মিচেল স্টার্ক। বৃহস্পতিবার ধারাবিবরণী দেওয়ার ফাঁকে সে কথা উঠলে ওয়ার্ন বলেন, “স্টার্কের বডি ল্যাঙ্গোয়েজ পরিবর্তন করা দরকার। ওর মানসিকতা শক্ত হওয়া দরকার। স্টার্ককে ভীষণই নরম প্রকৃতির লাগছে।”

প্রেসিডেন্টের প্রয়াস

একশো তিরিশ কোটির বেশি জনসংখ্যা তাঁর দেশের। বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে একযুগ আগে প্রতিনিধিত্ব করলেও সেখানে কোনও গোল নেই চিনের। আর এই ছোট্ট পরিসংখ্যানই ভাবিয়ে তুলেছে চিনের প্রেসিডেন্ট চি শিনফিং। তাই চিনের স্কুলগুলোতে ফুটবল বাধ্যতামূলক করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। জানানো হয়েছে, আগামী তিন বছরের মধ্যে ২০ হাজার স্কুলে ফুটবল মাঠ ও অনুশীলনের পরিকাঠামো তৈরি করতে হবে। উদ্দেশ্য, গোটা দেশ থেকে এক লক্ষ ফুটবল প্রতিভা তুলে আনা।

হাসপাতালে ম্যান ইউ

lমাঝে সময়টা ভাল যাচ্ছিল না। কিন্তু মরসুমের মাঝপথে এসে পারফরম্যান্সের গ্রাফ উপরের দিকে উঠতে শুরু করতেই মন খুশ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। ক্রিসমাসের আগে তাই সমাজসেবায় নেমে পড়লেন দি মারিয়া, রবিন ফান পার্সি, হুয়ান মাতারা। দল বেঁধে বস্তা ভর্তি উপহারসহ দাভিদ দি জিয়ারা হাজির হয়ে গেলেন রয়্যাল চিলেড্রেন’স হাসপাতালে। নবজাতক এক শিশুকে কোলে তুলে ছবিও তুললেন ফান পার্সি, দি’ মারিয়া। দুরারোগ্য অসুখে আক্রান্ত শিশুরাও বেজায় খুশি তাদের স্বপ্নের নায়কদের হাতের সামনে পেয়ে। ফুটবলাররাও খুশি খুদে ফ্যানদের সঙ্গে গল্প করে, ছবি তুলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE