Advertisement
০৬ মে ২০২৪

ভারতীয় ফুটবলে আসছে বুন্দেশলিগা

ফুটবলের প্রসারে জার্মান ফুটবল তারকারা যেমন এ দেশে আসবেন, তেমনই প্রদর্শনী ম্যাচ খেলতে ভারতে আসবে জার্মান দলগুলো। তা ছাড়া,  বুন্দেশলিগার বিভিন্ন দল টেকনিক্যাল ও বাণিজ্যিক সহায়তা প্রদান করবে ভারতীয় ফুটবলকে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৮
Share: Save:

ভারতীয় ফুটবলের উৎকর্ষ বাড়াতে জার্মান ফুটবল লিগ বুন্দেশলিগার সঙ্গে দীর্ঘমেয়াদী সমঝোতা হল আইমজি রিলায়্যান্সের। যার ফলে এ বার থেকে ভারতে বুন্দেশলিগার বিভিন্ন ক্লাব সারা বছর ধরে বিভিন্ন ভূমিকা পালন করবে ফুটবলের উন্নতি কার্যে।

যার মধ্যে রয়েছে, নতুন প্রতিভা তুলে আনা। এ ছাড়াও ফুটবলের প্রসারে জার্মান ফুটবল তারকারা যেমন এ দেশে আসবেন, তেমনই প্রদর্শনী ম্যাচ খেলতে ভারতে আসবে জার্মান দলগুলো। তা ছাড়া, বুন্দেশলিগার বিভিন্ন দল টেকনিক্যাল ও বাণিজ্যিক সহায়তা প্রদান করবে ভারতীয় ফুটবলকে।

বুন্দেশলিগা ইন্টারন্যাশনালের সিইও রবার্ট ক্লেইন বলছেন, ‘‘ভারতীয় সমর্থকরা আদ্যন্ত ফুটবলপ্রেমী। তাই বুন্দেশলিগার সঙ্গে তাঁরা একাত্ম হতে পারেন। ভারতীয় ফুটবলের উৎকর্য বাড়ানোর জন্য কাজ করতে মুখিয়ে রয়েছি আমরা। চাই ভারতীয় সমর্থকদের সঙ্গে ফুটবলারদেরও আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দিতে।’’ আইএসএল সম্পর্কে তিনি সঙ্গে যোগ করেন, ‘‘ভারতে ফুটবলের প্রসার ঘটাচ্ছে আইএসএল। রবার্তো কার্লোস, মার্কো মাতেরাজ্জি-র মতো বিশ্ব ফুটবলের তারকারা এই লিগে খেলে গিয়েছেন গত কয়েক বছরে। আগামী দিনে ভারতীয় ফুটবলের উৎকর্ষ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আইএসএল-এর হাত ধরে।’’

বিশ্ব ফুটবলে বুন্দেশলিগা দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ফুটবল লিগ। যাদের বাৎসরিক আয় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ তিন হাজার একশো ছত্রিশ কোটি টাকারও বেশি। বিশ্বের বিভিন্ন ফুটবল লিগের চেয়ে ম্যাচ পিছু দর্শক সমাবেশও সব চেয়ে বেশি বুন্দেশলিগার। ভারতেও বহু ফুটবলপ্রেমী বুন্দেশলিগার দল বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Bundesliga IMG Reliance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE