Advertisement
১৯ মে ২০২৪

সুপার লিগও বন্ধ, বদল লিগ ক্রিকেটে

সৌরভ গঙ্গোপাধ্যায় বঙ্গ ক্রিকেট প্রশাসনের শীর্ষে আসার পরে স্থানীয় ক্রিকেটে নানা পরিবর্তন এসেছে। দু’দিনের লিগ ম্যাচকে তিন দিনের করা হয়েছে। ম্যাট উইকেটে প্রতিযোগিতা শুরু হয়। সফলদের জন্য পুরস্কার অর্থও চালু করা হয়। সেরা আট দলকে নিয়ে সুপার লিগের প্রচলন ছিল সৌরভের এই সিদ্ধান্তগুলির মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য। কিন্তু এ বার সেই সুপার লিগই তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হল ও তাতে সায়ও দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ০৪:১৮
Share: Save:

সেরা আট ক্লাবকে নিয়ে শুরু করা মরসুম শেষের সুপার লিগ বন্ধ করে দিচ্ছে রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি। ঘটা করে শুরু করা সুপার লিগের ভবিষ্যৎ যে ভাল না, উপলব্ধি করার পরে এ বার তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল বৃহস্পতিবার। তার বদলে সেরা ১১টি দলকে নিয়ে একটি আলাদা ‘এ’ গ্রুপ করে তাদের লিগে খেলানো হবে। প্রথম ডিভিশনের বাকি ২৬টি দলকে অন্য দু’টি গ্রুপ ‘বি’ ও ‘সি’-তে ভাগ করে খেলানো হবে এ বার থেকে।

সৌরভ গঙ্গোপাধ্যায় বঙ্গ ক্রিকেট প্রশাসনের শীর্ষে আসার পরে স্থানীয় ক্রিকেটে নানা পরিবর্তন এসেছে। দু’দিনের লিগ ম্যাচকে তিন দিনের করা হয়েছে। ম্যাট উইকেটে প্রতিযোগিতা শুরু হয়। সফলদের জন্য পুরস্কার অর্থও চালু করা হয়। সেরা আট দলকে নিয়ে সুপার লিগের প্রচলন ছিল সৌরভের এই সিদ্ধান্তগুলির মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য। কিন্তু এ বার সেই সুপার লিগই তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হল ও তাতে সায়ও দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা।

এর আগে ঐতিহ্যবাহী পি সেন ট্রফিও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর সমালোচনার পরে তাকে কর্পোরেট প্রতিযোগিতায় পরিণত করার কথা ভাবা হয়েছে। বেঙ্গল প্রিমিয়ার লিগের পরিকল্পনা আপাতত শিকেয়। এ বার সেই তালিকায় ঢুকে পড়ল সুপার লিগও। বৃহস্পতিবার ৩৭টি প্রথম ডিভিশন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে সিএবি-র শীর্ষ কর্তারা এই প্রস্তাব দেন।

বৈঠকে আপত্তি ওঠে নতুন কাঠামো এ বছর থেকে চালু করা নিয়ে। যুক্তি দেওয়া হয়, ১ সেপ্টেম্বর থেকে দলবদল। ক্লাবগুলো বেশির ভাগ ক্রিকেটারদের সঙ্গেই কথা পাকা করে নিয়েছে। এই নতুন কাঠামোর কথা আগে থেকে জানা থাকলে সেই হিসেবেই দল তৈরি করত ক্লাবগুলো। কিন্তু বেশির ভাগ ক্লাব প্রতিনিধিই তাতে সায় না দেওয়ায় সে আপত্তি ধোপে টেকেনি।

প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে লিগের ম্যাচ দু’দিন থেকে তিন দিনের করা হয়েছিল। এ বার ‘বি’ ও ‘সি’ গ্রুপের ম্যাচগুলো ফের দু’দিনে নামিয়ে আনা হল। লিগে অবনমন ও চ্যাম্পিয়ন হওয়ার প্রক্রিয়াও বেশ জটিল করে তোলা হয়েছে। যার জেরে প্রশ্ন উঠছে, সিএবি কি পরোক্ষে বলেই দিচ্ছে ‘এ’ গ্রুপের ক্লাবে না খেললে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ পাওয়া যাবে না?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Association of Bengal CAB Super League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE