Advertisement
১৮ মে ২০২৪

জন্মদিনে পঙ্কজকে উপেক্ষা সিএবি-র

সিএবি-তে ক্লাব হাউসের দোতলায় ওঠার মুখে টাঙানো আছে পঙ্কজ রায়ের একটি ছবি। পাশে তাঁর ব্যবহার করা ভারতীয় দলের ব্লেজার।

বিস্মৃত: সিএবি-তে পঙ্কজ রায়ের ছবি। জন্মদিনে রাত ন’টা পর্যন্ত কেউ দেয়নি মালা। নিজস্ব চিত্র

বিস্মৃত: সিএবি-তে পঙ্কজ রায়ের ছবি। জন্মদিনে রাত ন’টা পর্যন্ত কেউ দেয়নি মালা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০৩:৩৬
Share: Save:

ক্রিকেট সংস্থায় ক্রিকেটারই বিস্মৃত। বৃহস্পতিবার পঙ্কজ রায়ের জন্মদিনে বাংলার ক্রিকেট সংস্থা, সিএবি-তে তাঁর ছবিতে কেউ একটা ফুলের মালা দেওয়ার কথাও ভাবেনি। সারা দিন ধরে সিএবি কর্তাদের কারও মাথাতেই থাকল না যে, বঙ্গ ক্রিকেটের সর্বকালের সেরা এক কিংবদন্তি জন্মেছিলেন এই দিনটায়।

১৯২৮ সালের ৩১ মে জন্মেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। যাঁর খালি মাথায় ওপেন করতে নেমে বিশ্বখ্যাত ফাস্ট বোলারদের অসম সাহস নিয়ে ব্যাট করা বঙ্গ তথা ভারতীয় ক্রিকেটের রূপকথায় স্থান করে নিয়েছে। ৪৩টি টেস্ট খেলে ২৪৪২ রান করেন তিনি। পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। বিনু মাঁকড়ের সঙ্গে ওপেনিং জুটিতে তাঁর ৪১৩ রান ক্রিকেটের সেরা লোকগাথায় রয়েছে। ৫২ বছর ধরে যা বিশ্বরেকর্ড ছিল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ এবং নিল ম্যাকেঞ্জি বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে সেই রেকর্ড ভেঙে দেন।

সিএবি-তে ক্লাব হাউসের দোতলায় ওঠার মুখে টাঙানো আছে পঙ্কজ রায়ের একটি ছবি। পাশে তাঁর ব্যবহার করা ভারতীয় দলের ব্লেজার। জন্মদিনে সেই ছবিতে ফুলের মালা দেওয়া বা তাঁকে স্মরণ করে কোনও ছোটখাটো অনুষ্ঠানের প্রয়াসও দেখা যায়নি। প্রয়াত পঙ্কজের প্রতি এই উপেক্ষা আরও দৃষ্টিকটু দেখাল কারণ, চব্বিশ ঘণ্টা আগেই জগমোহন ডালমিয়ার জন্মদিন সিএবি-তে যথেষ্ট গুরুত্ব সহকারে পালিত হয়েছে। প্রাক্তন আইসিসি প্রেসিডেন্ট এবং এক সময়ে বোর্ডের সর্বময় প্রশাসক ছিলেন ডালমিয়া। তেমনই আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট সুনামের সঙ্গে খেলা ক্রিকেটার ছিলেন পঙ্কজ রায়। ডালমিয়ার ছেলে অভিষেক এখন সিএবি সচিব। বৃহস্পতিবার পঙ্কজের জন্মদিনে তাঁকে সংস্থায় দেখা যায়নি। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ছুটি কাটাতে গিয়েছেন বিদেশে। কয়েক জন কর্তা সিএবি-তে এসেছিলেন। তাঁদের বেশির ভাগ জানতেনই না, বৃহস্পতিবার পঙ্কজের জন্মদিন ছিল। প্রশ্ন করলে তাঁদের দিক থেকে পাওয়া গিয়েছে চরম উদাসীনতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pankaj Roy CAB Birthday Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE