Advertisement
E-Paper

১৪ নম্বর জার্সিতেই বাজিমাত, ফাইনালে পঞ্জাব ও কালিকট

১৪-তেই কাটল গোলের খরা। বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে খেলতে নেমে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হয়ে ৩৮ মিনিটের মাথায় এল ম্যাচের একমাত্র গোল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২২
মেদিনীপুরের ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে চলছে সেমিফাইনাল। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

মেদিনীপুরের ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে চলছে সেমিফাইনাল। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

১৪-তেই কাটল গোলের খরা।

বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে খেলতে নেমে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হয়ে ৩৮ মিনিটের মাথায় এল ম্যাচের একমাত্র গোল। জয়সূচক গোলটি করে দলকে ফাইনালে তুললেন পঞ্জাবের আমনদীপ। তাঁর জার্সির নম্বর ১৪। বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল কালিকট বিশ্ববিদ্যালয়। সেখানেও ম্যাচের একমাত্র গোলটি করে দলকে যিনি ফাইনালে তুললেন, কালিকটের সেই সিয়াদ নাল্লি পারানবানের গায়েও ছিল ১৪ নম্বর জার্সি। এর ফলে, আজ, শুক্রবার আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে কেরলের কালিকট বিশ্ববিদ্যালয় ও পঞ্জাব বিশ্ববিদ্যালয়।

এ দিন দুটি সেমিফাইনাল খেলাই হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে। দ্বিতীয় সেমিফাইনালে ভালই খেলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দল। তবে ৬৪ মিনিটের মাথায় বিপক্ষের বক্সের মধ্যে ফাউলের জন্য পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা। শেষে ৮৬ মিনিটের মাথায় জয়সূচক একমাত্র গোলটি করেন কালিকটের সিয়াদ। আজ, শুক্রবার ফাইনালের পাশাপাশি প্রতিযোগিতায় তৃতীয় স্থানের জন্য মুখোমুখি হবে বর্ধমান ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে দুপুর দু’টোয় শুরু হবে ফাইনাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক জানান, ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন প্রখ্যাত ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায় ও সুমিত মুখোপাধ্যায়।

গত ১৩ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দফতর ও অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনির্ভাসিটিস (এআইইউ)-এর পরিচালনায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় যোগ দেয়।

এ দিকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নন, এমন খেলোয়াড়রা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দলে খেলেছে বলে অভিযোগ উঠেছে। ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে’র নির্বাচক দীপঙ্কর চৌধুরী বলেন, ‘‘বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দলে কয়েকজন বহিরাগত ছেলে খেলেছে। বিষয়টি আমার নজরে আসায় পর্যবেক্ষককে জানাই’।’’ খেলার পর্যবেক্ষক সাকির হোসেন বলেন, ‘‘আমার কাছে অভিযোগ এসেছে। খতিয়ে দেখব।’’ যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিকের দাবি, ‘ এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের দলের সব খেলোয়াড়ই ছবি-সহ প্রমানপত্র দেখিয়ে মাঠে নেমেছিল।’’

Calicut Punjab Inter-State University Football Final
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy