Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ক্যালাম, ডংকে নিয়ে হঠাৎই গুঞ্জন

পুজোর ছুটির পর ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরুর দিনেই গরহাজির ডু ডং এবং ক্যালাম অ্যাঙ্গাস। সোমবারই প্র্যাকটিস শুরু হল লাল-হলুদের। সল্টলেকের সিএ ব্লকের মাঠে এ দিনই আইএসএলে না যাওয়া ফুটবলারদের নিয়ে প্র্যাকটিস শুরু করেন ইস্টবেঙ্গল অ্যাকাডেমির চিফ কোচ রঞ্জন চৌধুরী এবং গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০৪:২০
Share: Save:

পুজোর ছুটির পর ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরুর দিনেই গরহাজির ডু ডং এবং ক্যালাম অ্যাঙ্গাস।

সোমবারই প্র্যাকটিস শুরু হল লাল-হলুদের। সল্টলেকের সিএ ব্লকের মাঠে এ দিনই আইএসএলে না যাওয়া ফুটবলারদের নিয়ে প্র্যাকটিস শুরু করেন ইস্টবেঙ্গল অ্যাকাডেমির চিফ কোচ রঞ্জন চৌধুরী এবং গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল। যে প্র্যাকটিসে অ্যাকাডেমির ছেলেদের সঙ্গে সিনিয়র টিমের পাঁচ-ছ’জন ফুটবলার থাকলেও দেখা মেলেনি দুই বিদেশি ডু ডং এবং ক্যালাম অ্যাঙ্গাসের। কেন দুই বিদেশি গরহাজির বা তাঁরা শহরের বাইরে গিয়েছেন কি না তা নিয়ে লাল-হলুদ ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য কোনও মন্তব্য করতে চাননি।

যদিও সূত্রের খবর, পুজোর সময় দেশে চলে গিয়েছিলেন ডং। ২১ অক্টোবর তাঁর কলকাতা ফেরার কথা। আর এক বিদেশি ক্যালাম অ্যাঙ্গাসও বলদলৈ ট্রফিতে খেলতে গিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। কলকাতা ফেরার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ি ফিরে তিনিও নাকি দেশে গিয়েছেন বলে খবর ময়দানে। কেন ক্লাবকে না জানিয়ে এই দুই বিদেশি শহর ছাড়লেন তা নিয়ে নাকি ক্ষুব্ধ লাল-হলুদের শীর্ষ কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calum Angus Do Dong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE