Advertisement
০৬ মে ২০২৪

সুদীপ-মনোজের সেঞ্চুরি পার্টনারশিপে ফের জয় বাংলার, শেষ আট নিশ্চিত

জিতেই চলেছে বাংলা। শনিবার বিজয় হাজারে ট্রফিতে মধ্য প্রদেশকে ১৪ রানে হারাল তারা। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে মনোজ তিওয়ারির দল কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০৩:২৩
Share: Save:

জিতেই চলেছে বাংলা। শনিবার বিজয় হাজারে ট্রফিতে মধ্য প্রদেশকে ১৪ রানে হারাল তারা। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে মনোজ তিওয়ারির দল কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলল। গ্রুপ শীর্ষে থেকেই নক আউটে যাওয়ার রাস্তা তৈরি বাংলার।

শনিবার চেন্নাইয়ের গুরু নানক কলেজ গ্রাউন্ডে বাংলা প্রথমে ব্যাট করে আট উইকেটে ২৭০ রান তোলার পর মধ্য প্রদেশকে ২৫৬ রানের মধ্যে অল আউট করে দেয়। ব্যাটিংয়ে সুদীপ চট্টোপাধ্যায়, মনোজ তিওয়ারিদের লড়াইয়ের পর বল হাতে সেই লড়াই চালিয়ে যান সায়ন ঘোষ, কণিষ্ক শেঠরা।

আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করা অভিমন্যু ঈশ্বরন এ দিন মাত্র কুড়ি রান করে আউট হয়ে যান। অপর ওপেনার শ্রীবৎস গোস্বামীও ১৫ রানের বেশি তুলতে পারেননি। ৩৭ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর দায়িত্ব নেন দলের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা সুদীপ চট্টোপাধ্যায় ও ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। দুই তারকা ব্যাটসম্যানের ১২৭ রানের পার্টনারশিপই এই শুরুর ধাক্কা সামলে নেয়। সুদীপ আটটা চার ও দুটো ছয়-সহ ১০১ বলে ৯১ রান করেন। সেঞ্চুরি থেকে মাত্র ন’রান দূরে থাকা অবস্থায় মিডিয়াম পেসার বেঙ্কটেশ আয়ারের বলে স্টাম্পের পিছনে নমন ওঝার গ্লাভসে ধরা পড়ে যান তিনি।

মনোজ তিওয়ারি এ দিন সুদীপকে আগাগোড়া সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু মধ্যপ্রদেশের অপর মিডিয়াম পেসার পুনিত দাতে তাঁকে এলবিডব্লিউ-র ফাঁদে ফেলেন যখন, তখন মনোজের খাতায় ৭৩ বলে ৫৯ রান। হরপ্রীত সিংহর ১০৯ রানের সেঞ্চুরি সত্ত্বেও অবশ্য এ দিন মধ্য প্রদেশ জিততে পারেনি অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায়। বাংলার যিনিই বোলিং করতে এসেছেন, তিনিই উইকেট নিয়েছেন। সায়ন তিনটে ও কণিষ্ক দুটো পান। ডিন্ডা, গনি, ওঝা, মনোজ পান একটি করে উইকেট। নমন ওঝাকে রান আউট করে নিজের রান আউটের বদলা নেন ঈশ্বরন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE