Advertisement
০৩ মে ২০২৪

টানা জয় লিভারপুল, চেলসির

কম যাচ্ছে না চেলসিও। তারাও টানা চার ম্যাচ জিতল। শনিবার বোনর্মুথকে হারিয়েছে ২-০। চেলসির হয়ে গোল করলেন বদলি পেদ্রো এবং এডেন অ্যাজার।

টানা চার ম্যাচ জিতল চেলসি।  ছবি: রয়টার্স।

টানা চার ম্যাচ জিতল চেলসি। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৬
Share: Save:

প্রায় ৬১৫ কোটি টাকায় নেওয়া ব্রাজিলীয় গোলরক্ষক অ্যালিসনের অবিশ্বাস্য ভুলে ৬৩ মিনিটে গোল হজম করল লিভারপুল। তবে লেস্টার সিটির বিরুদ্ধে তাদের জয় আটকায়নি। ১০ ও ৪৫ মিনিটে সাদিয়ো মানে ও রবের্তো ফিরমিনোর গোলে লিভারপুল জিতল ২-১। ইপিএলে শীর্ষে এখন লিভারপুলই। প্রথম চারটি ম্যাচেই তারা জিতল।

কম যাচ্ছে না চেলসিও। তারাও টানা চার ম্যাচ জিতল। শনিবার বোনর্মুথকে হারিয়েছে ২-০। চেলসির হয়ে গোল করলেন বদলি পেদ্রো এবং এডেন অ্যাজার। বোর্নমুথের রক্ষণাত্মক ফুটবলের জন্যই দ্য ব্লুজ প্রথম গোল পেল খেলা শেষ হওয়ার ১৮ মিনিট আগে। উইলিয়ানকে বসিয়ে নামানো হয় পেদ্রোকে। নামার সাত মিনিটেই তিনি গোল করে দলকে এগিয়ে দেন। এ দিন ৭০ শতাংশের বেশি সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছিল চেলসি। বিপক্ষ গোলেও বেশি শট নেয়। লিভারপুলের সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে থাকার জন্যই এখন তারা টেবিলে দু’ নম্বরে। এ দিকে, ম্যাচ জিতে খুশি হলেও অ্যালিসনের গোল খাওয়া দেখে বেশ বিরক্ত লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ। বলে দেন, ‘‘জানতাম একদিন না একদিন এটা হবেই। আমার ডিফেন্ডারদের স্বভাবই হয়ে গিয়েছে বল ধরে গোলরক্ষককে দিয়ে দেওয়া। বিপদে সমস্যার সমাধান করার অন্য রাস্তাও দেখতে হয়। আর অ্যালিসন যথেষ্ট ভাল গোলরক্ষক। এ রকম ভুল হতেই পারে।’’

শনিবার ম্যাঞ্চেস্টার সিটিরও খেলা ছিল। জিতেছে তারাও। নিউক্যাসলকে ২-১ হারিয়েছে দাপট নিয়ে খেলেই। ৮ মিনিটে রাহিম স্টার্লিং ১-০ করেন। নিউক্যাসল কিন্তু খেলার ঠিক আধ ঘণ্টার মাথায় ১-১ করে দেয়। ম্যান সিটি জয়ের গোল পায় ৫২ মিনিটে। করেন কাইল ওয়াকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE