Advertisement
E-Paper

জঙ্গি হানার জেরে ট্রফি উৎসব বন্ধ চেলসির

ম্যাঞ্চেস্টার এরিনায় কনসার্টে জঙ্গি হানায় বাইশ জনের মৃত্যুর রেশ এসে পড়ল ফুটবল টিমের উৎসবেও। যার জেরে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার উৎসব কাটছাট করল লন্ডনের ক্লাব চেলসি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০৪:৩৫

ম্যাঞ্চেস্টার এরিনায় কনসার্টে জঙ্গি হানায় বাইশ জনের মৃত্যুর রেশ এসে পড়ল ফুটবল টিমের উৎসবেও। যার জেরে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার উৎসব কাটছাট করল লন্ডনের ক্লাব চেলসি। যার মধ্যে ট্রফি নিয়ে পরিক্রমার পরিকল্পনাও বাদ দিয়েছে বলে জানিয়েছেন চেলসি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়ে দিয়েছে, ‘সোমবার ম্যাঞ্চেস্টারে নারকীয় ঘটনার পর চেলসি-র সঙ্গে জড়িত সবাই শোকে আচ্ছন্ন। সুতরাং এটা আনন্দ-উৎসবের সময় নয়। পাশাপাশি নিরাপত্তার দিকেও নজর দিতে হচ্ছে। তাই ট্রফি নিয়ে পরিক্রমা হচ্ছে না।’

লন্ডনে হুড খোলা বাসে ইপিএল ট্রফি নিয়ে পরিক্রমার কথা ছিল চেলসি কোচ আন্তোনিও কন্তে ও ফুটবলারদের। বুধবার তা বাতিল করার পাশাপাশি চেলসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেও ট্রফি নিয়ে কোনও জমায়েত হচ্ছে না। শুধু চেলসিই নয়। নিরাপত্তার কারণে আর্সেনালও বাতিল করেছে জায়ান্ট স্ক্রিন বসিয়ে সমর্থকদের এফএ কাপ ফাইনাল দেখার পরিকল্পনা। যা হওয়ার কথা ছিল শনিবার।

আরও পড়ুন: সচিনকে পর্দায় দেখে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দল

চেলসির তরফে ট্রফি-সহ এলাকা পরিক্রমার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সমর্থকরাও। এ দিন চেলসির তরফে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই মুহূর্তে জঙ্গি হানায় যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত বা স্বজনহারা হয়েছে, তাদের পাশে দাঁড়ানো কর্তব্য। আশা করা যায়, সমর্থকরাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন।’’

শুধু তাই নয়, শনিবার এফএ কাপ ফাইনালের দিন কালো ব্যান্ড পরে মাঠে নামবেন অ্যাজাররা, এ দিন তাও জানিয়ে দেওয়া হয়েছে লন্ডনের ক্লাবটির তরফে। একই সঙ্গে স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এ বারের ইপিএল চ্যাম্পিয়নরা।

Chelsea FC EPL Champion Manchester Blast Football Manchester Bombing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy