দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে অনন্য রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। আর তাঁর সেই কৃতিত্বে বড় অবদান রয়েছে চেতেশ্বর পূজারার।
জোহানেসবার্গ, ট্রেন্টব্রিজ ও অ্যাডিলেড, চলতি বছরে এই তিন টেস্ট জিতেছে ভারত। আর এই তিন টেস্টের প্রতিটিতেই অন্তত একটা হাফ-সেঞ্চুরি রয়েছে পূজারার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে যেমন প্রথম ইনিংসে ১৭১ বলে ৫০ রান করেছিলেন তিনি। ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২০৮ বলে ৭২ রান আসে সৌরাষ্ট্রের যুবকের ব্যাটে।
আর সদ্যসমাপ্ত অ্যাডিলেড টেস্টে পূজারাই ম্যাচের নায়ক। প্রথম ইনিংসে ২৪৬ বলে করেন ১২৩ রান। দ্বিতীয় ইনিংসে ২০৪ বলে করেন ৭১ রান। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে পূজারা বলেন, “এখানে আগে খেলেছিলাম। সেটা কাজে এসেছে। আসলে প্রস্তুতি কাজে এসেছে। টেস্ট জেতার জন্য কৃতিত্বের দাবিদার হল বোলাররা। প্রথম ইনিংসে ১৫ রানের লিড পেয়েছিলাম। এটা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় আত্মবিশ্বাস জুগিয়েছিল। নিজের ক্ষমতায় বরাবর আস্থা রেখেছি। আর অভিজ্ঞতা তো ছিলই।”