বেঙ্গালুরুর নতুন টিম ওজন এফসি-তে যোগ দিলেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার কর্নেল গ্লেন। ওজন গ্রুপ আবার আইএসএলের টিম চেন্নাইয়ান এফসি-র প্রধান স্পনসর। ওজন এফসি এ বছর বেঙ্গালুরুর সুপার ডিভিশন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের লক্ষ্য, আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলে ২০১৭-এর মধ্যে মূল পর্বে খেলার সুযোগ করে নেওয়া। গত বছর মোহনবাগানের জার্সিতে ফেডারেশন কাপ জেতার স্বাদ পেয়েছেন গ্লেন। খুব অল্পের জন্য আই লিগ হাতছাড়া হয়েছে ত্রিনিদাদ টোবাগোর স্ট্রাইকারের। প্রথম বছর আইএসএলে নর্থ ইস্টের হয়ে খেলেছিলেন তিনি। মোহনবাগানের আগে তিনি আই লিগ ক্লাব শিলং লাজংয়ে খেলতেন।