টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই থেকে তাঁরা এই ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন। ইংল্যান্ডের সঙ্গে পাঁচ টেস্টের সিরিজ় শুরু হওয়ার আগে তাঁরা বিদায় জানিয়েছেন টেস্টকেও। ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এ বার দেখা যাবে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের এক দিনেক ক্রিকেটের সিরিজ়ে। যা শুরু হবে অক্টোবরে। এক দিনের ক্রিকেট ছাড়াও ভারতীয় দল এই সফরে খেলবে পাঁচটি টি-টোয়েন্টিও। এই সফরে বিরাট-রোহিতকে সংবর্ধনা জানানোর পরিকল্পনা রয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ বলেছেন, গ্রীষ্মে তাঁদের দেশে ক্রিকেট নিয়ে উন্মাদনার শেষ থাকবে না। যেখানে ভারতের পুরুষ ও মহিলা দুই দলকেই খেলতে দেখা যাবে। তিনি আরও উত্তেজিত অক্টোবর-নভেম্বরে সীমিত ওভারের সিরিজ় নিয়েও। হয়তো এক দিনের ক্রিকেটের জার্সিতে বিরাট ও রোহিতকে এই শেষ বার দেখা যাবে অস্ট্রেলিয়ায়। তাই বিরাট-রোহিতকে বিদায়ী সংবর্ধনা জানাতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ‘‘এটাই হয়তো শেষ বার আমাদের দেশে দেখব বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে (ওয়ান ডে জার্সিতে)। হয়তো তা নয়, তবে সেটাই যদি হয়, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের অবদানকে স্বীকৃতি জানিয়ে আমরা জমকালো বিদায়ী সংবর্ধনা জানাতে চাই,’’ বলেছেন তিনি।
পাশাপাশি বর্ণবিদ্বেষমূলক ঘটনা কোনও ভাবেই সহ্য করা হবে না। সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। ২০২১ সালে সিডনি টেস্টে মহম্মদ সিরাজকে লক্ষ্য করে দর্শকদের একটি অংশ থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল। শুধু সিরাজই নন, একই সঙ্গে ওই দর্শকদের লক্ষ্য ছিল যশপ্রীত বুমরাও। গ্রিনবার্গ বলেছেন, ‘‘আমার বার্তাটা খুবই সহজ এবং পরিষ্কার। যে কোনও ধরনের ক্রিকেটেই হোক না কেন, এ দেশে যাঁরা খেলতে আসবেন, তাঁরা যেন নিজেদের সুরক্ষিত মনে করে, সেটা দেখতে হবে। কোনওরকম দুর্ব্যবহার যদি দেখতে পাই, কোনও ভাবেই সহ্য করা হবে না।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)