Advertisement
১৯ মে ২০২৪
Team India Women

Commonwealth Games: কমনওয়েলথ গেমসের জন্য মহিলা দল ঘোষণা বোর্ডের, সুযোগ পেলেন বাংলার রিচা

আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। এ বারই প্রথম মহিলাদের ক্রিকেট খেলা হবে।

মহিলাদের দলে নেতা হরমনপ্রীত

মহিলাদের দলে নেতা হরমনপ্রীত ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ২২:৫৭
Share: Save:

আসন্ন কমনওয়েলথ গেমসের জন্যে মহিলাদের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তিন জন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসাবে। অর্থাৎ, ১৮ জনের দল বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস খেলতে যাচ্ছে ভারতীয় মহিলা দল। কমনওয়েলথ গেমসে এ বারই প্রথম মহিলাদের ক্রিকেট হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে প্রতিযোগিতা।

প্রত্যাশিত ভাবেই এই দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়ক হয়েছেন স্মৃতি মন্ধানা। দলের দুই উইকেটকিপার তানিয়া ভাটিয়া এবং যস্তিকা ভাটিয়া। এ ছাড়া বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেসরা রয়েছেন। মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসাবে রয়েছেন বাংলার মেয়ে রিচা ঘোষ। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেছে ভারতের মহিলা দল। টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ, দু’টিতেই জিতেছে তারা। কমনওয়েলথ গেমসের প্রস্তুতি হিসাবেই ধরা হয়েছিল এই সিরিজকে।

পুরো দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, এস মেঘনা, তানিয়া ভাটিয়া, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকর, মেঘনা সিংহ, রেণুকা ঠাকুর, জেমাইমা রদ্রিগেস, রাধা যাদব, হারলিন দেওল এবং স্নেহ রানা। স্ট্যান্ডবাই: সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ এবং পুনম যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE