ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। দলের প্রস্তুতির জন্য বেকেনহ্যাম কাউন্টি ক্লাবের প্রধান কিউরেটরকে চাহিদা মতো পিচ তৈরি করে দিতে বলেছেন। অন্য দিকে, রোহিত শর্মা এবং বিরাট কোহলিহীন ভারতীয় দলের ব্যাটিং অর্ডার কেমন হতে পারে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পোস্ট করা অনুশীলনের ভিডিয়ো থেকে।
পিচ নিয়ে গম্ভীরের আবদারের কথা ফাঁস করে দিয়েছেন বেকেনহ্যাম কাউন্টি ক্লাবের প্রধান কিউরেটর জশ মার্ডেন। তিনি জানিয়েছেন, ‘‘এখানে আসার পর গম্ভীর এবং ভারতের অন্য কোচিং স্টাফেরা আমাদের সঙ্গে একটি বৈঠক করেন। গম্ভীরের বার্তা ছিল অত্যন্ত পরিষ্কার। একটি ভাল মানের পিচ চেয়েছিলেন তিনি। যে পিচে ব্যাটার এবং বোলারেরা সাহায্য পাবে। অর্থাৎ ক্রিকেটীয় ভারসাম্য থাকবে। প্রাকৃতিক উপাদান থাকবে। গম্ভীর বলেছিলেন, ‘এমন পিচ চাই যাতে খুব বেশি ঘাস থাকবে না। আবার এক দম ব্যাটিং সহায়কও হবে না। এখানে যে ধরনের পরিবেশে খেলতে হয়, তেমন পরিবেশেই প্রস্তুতি নিতে চাই আমরা।’ ভারতীয় দলের চাহিদা মতো পিচের ঘাস এবং নেটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ব্যবস্থায় সফরকারীরা খুশি।’’
ভারতীয় দলের অনুশীলনে নানা ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে বিসিসিআই। তা থেকে রোহিত-কোহলিহীন ভারতীয় টেস্ট দলের নতুন ব্যাটিং অর্ডার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। যশস্বী জয়সওয়ালের ওপেন করা নিয়ে কোনও প্রশ্ন নেই। শুরুতে তাঁর সঙ্গী হতে পারেন অধিনায়ক শুভমন গিল। তিন নম্বরে দেখা যেতে পারে সাই সুদর্শনকে। চার নম্বরে নামতে পারেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। মঙ্গলবারের অনুশীলনে শুভমন, সুদর্শন এবং পন্থকে পাশাপাশি তিনটি নেটে এক সঙ্গে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে।
শুধু ব্যাটিং নয়, স্লিপ ফিল্ডিং নিয়েও ভাবতে হচ্ছে ভারতীয় শিবিরকে। প্রথম দু’টি স্লিপে দেখা যেতে পারে শুভমন এবং সুদর্শনকে। এ দিন দু’জনেই বেশ কিছু ক্ষণ ক্যাচিং অনুশীলন করেছেন।
আরও পড়ুন:
ভারতীয় শিবির থেকে অবশ্য ব্যাটিং অর্ডার নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রথম টেস্টে করুণ নায়ারকেও দেখা যেতে পারে প্রথম একাদশে। প্রথম চার ব্যাটারের মধ্যে তিনিও থাকতে পারেন। ভারতীয় শিবিরের প্রধান লক্ষ্য এখন ডিউক বলের সঙ্গে মানিয়ে নেওয়া। ভারতের ক্রিকেটারেরা মূলত এসজি বলে খেলতে অভ্যস্ত। ডিউক বলে খেলার অভিজ্ঞতা অনেকেরই নেই। ইংল্যান্ডে এই বলই ব্যবহার করা হয়। ফলে কে কতটা ডিউক বলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন, সে দিকেও নজর রাখছেন গম্ভীর।