চার স্পিনার নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রথম একাদশ সাজাল ভারতীয় দল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা ১১জনকে বেছে নিয়ছেন কোচ গৌতম গম্ভীর। এক মাত্র জোরে বোলার হিসাবে দলে রয়েছেন মহম্মদ শামি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচও খেলার সুযোগ পেলেন না ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর এবং অর্শদীপ সিংহ।
সেমিফাইনালের প্রথম একাদশ নিয়ে ফাইনালে নামতে পারল না কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন জোরে বোলার ম্যাট হেনরি। তিনি রবিবার খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশে এসেছেন ন্যাথান স্মিথ।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ন্যাথান স্মিথ, উইল ও’রুর্ক।