আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর কেটে গিয়েছে বেশ অনেক দিন। আবার বিয়ে করতে চলেছেন শিখর ধাওয়ান। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লিতে বিয়ের আসর বসতে চলেছে। ক্রিকেট এবং বলিউডের জগত থেকে খ্যাতনামীদের হাজির থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
ধাওয়ান বিয়ে করছেন সোফি শাইনকে। ধাওয়ানের ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, “নতুন করে জীবন শুরু করতে চলেছে ধাওয়ান। দু’জনেই খুব খুশি।” ধাওয়ান নিজেই বিয়ের বেশির ভাগ জিনিস তদারকি করছেন। বাড়াবাড়ি রকমের উচ্ছ্বাস করতে চান না। এই মুহূর্তে তিনি যেমন আছেন, বিয়ের অনুষ্ঠানেও সেটাই তুলে ধরা তাঁর লক্ষ্য।
শাইন এখন ‘শিখর ধাওয়ান ফাউন্ডেশন’-এর প্রধান। এই সংস্থার মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করেন ধাওয়ান। সম্প্রতি আত্মজীবনী ‘দ্য ওয়ান: মাই লাইফ অ্যান্ড মোর’ প্রকাশিত হয়েছে।
ধাওয়ান এবং শাইনের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। গত বছর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’জনকে পাশাপাশি বসে ভারতের খেলা দেখতে দেখা গিয়েছিল। তখনও শাইনের পরিচিতি প্রকাশ্যে আসেনি। এর পর অবশ্য শাইন নিয়মিত ধাওয়ানের সঙ্গে নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করতে থাকেন।
কয়েক বছর আগে দুবাইয়ে শাইনের সঙ্গে আলাপ হয়েছিল ধাওয়ানের। বন্ধুত্ব থেকে তা গড়ায় প্রেমের সম্পর্কে। গত এক বছর ধরে দু’জনে একসঙ্গেই থাকছেন বলে জানা গিয়েছে। এখন তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন। ধাওয়ানের পেশাদার জীবনের উন্নতিতে শাইন প্রভূত সাহায্য করেছেন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:
আগের স্ত্রী আয়েষার সঙ্গে ধাওয়ানের এক সন্তান রয়েছে। ১১ বছরের জ়োরাভর ধাওয়ান থাকে মায়ের সঙ্গেই। কিছু দিন আগে এক অনুষ্ঠানে ধাওয়ান নিজের প্রেমের কথা জানিয়েছিলেন। যদিও সঙ্গীনীর নাম করেননি।