দীর্ঘ দিন একসঙ্গে ক্রিকেট খেলেছেন দু’জনে। বহু ম্যাচে তাঁদের জুটি ভারতকে জিতিয়েছে। সেই ভিভিএস লক্ষ্মণ একটা সময় রেগে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর। এতটাই রেগেছিলেন যে, তিন মাস কথা বলেননি তাঁর সঙ্গে। ২২ বছর আগের সেই ঘটনা এত দিনে খোলসা করলেন সৌরভ।
২০০৩ সালের এক দিনের বিশ্বকাপে লক্ষ্মণ ভারতীয় দলে সুযোগ পাননি। বদলে দীনেশ মোঙ্গিয়াকে নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত মানতে পারেননি লক্ষ্মণ। সংবাদ সংস্থা পিটিআই-কে সৌরভ বলেন, “কাউকে দলের বাইরে রাখলেই সে অখুশি হবে। লক্ষ্মণকেও যখন বিশ্বকাপের দলে নেওয়া হয়নি, ও তিন মাস আমার সঙ্গে কথা বলেনি। তার পরে আমিই ওর রাগ ভাঙিয়েছিলাম। ক্রিকেটারদের মধ্যে এ রকম হামেশাই হয়ে থাকে।”
তবে লক্ষ্মণের সেই রাগ যুক্তিযুক্ত ছিল বলেই মনে করেন সৌরভ। তাই তাঁর নিজের খারাপ লাগেনি। সৌরভ বলেন, “যে কেউ হতাশ হত। বিশেষ করে লক্ষ্মণের মানের একজন ব্যাটার বিশ্বকাপ খেলতে না পারলে তো দুঃখ পাবেই।”
আরও পড়ুন:
সেই সময় ভারতের নির্বাচক প্রধান ছিলেন কিরণ মোরে। গত বছর লক্ষ্মণের বাদ পড়া নিয়ে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, পাঁচ নির্বাচকই লক্ষ্মণকে নিতে চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক সৌরভ ও কোচ জন রাইটের জন্যই লক্ষ্মণকে নেওয়া হয়নি।
সে বার বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও সৌরভের নেতৃত্বে তরুণ ভারতীয় দলের লড়াই নজর কেড়েছিল। লক্ষ্মণও দলের খেলায় খুশি হয়েছিলেন। সৌরভ বলেন, “আমরা বিশ্বকাপে ভাল খেলেছিলাম। লক্ষ্মণ তাতে আনন্দ পেয়েছিল। ও জানত, কোনও সিদ্ধান্ত ব্যক্তিগত ছিল না। দলের কথা ভেবে তা নেওয়া হয়েছিল। দেশে ফেরার পর আবার ভারতের এক দিনের দলে ও সুযোগ পায়। পরে পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় লক্ষ্মণ দুর্দান্ত খেলেছিল।”