Advertisement
০৫ মে ২০২৪
ICC ODI World Cup 2023

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কি যুদ্ধের থেকে কম? জবাবে কী বললেন বাবরদের দলের বোলার

১৪ অক্টোবর আমদাবাদে ভারত-পাকিস্তান মুখোমুখি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে আবার ভারত খেলতে আসছে পাকিস্তান। ক্রিকেটে এই লড়াই কি যুদ্ধের থেকে কোনও অংশে কম?

Pakistan cricketers

হ্য়ারিস রউফ (বাঁ দিকে) ও বাবর আজ়ম। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৯
Share: Save:

এক দিনের বিশ্বকাপে সবার নজর ১৪ অক্টোবরের দিকে। সেই দিনই আমদাবাদে ভারত-পাকিস্তান মুখোমুখি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে আবার ভারতে খেলতে আসছে পাকিস্তান। ক্রিকেটে এই লড়াই কি যুদ্ধের থেকে কোনও অংশে কম? জবাব দিলেন পাকিস্তানের বোলার হ্যারিস রউফ।

রউফের মতে, ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত। কারণ, দিনের শেষে এটা শুধুমাত্র একটা খেলা। রউফ বলেন, ‘‘আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব? আমরা ওখানে ক্রিকেট খেলতে যাচ্ছি। যুদ্ধ করতে নয়। খেলাকে খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখুন।’’

এশিয়া কাপ চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন রউফ। ফলে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কার কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে বাবর আজ়মদের। চোট সারিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন রউফ। তিনি বলেন, ‘‘আগের থেকে ফিটনেস এখন অনেকটা ভাল। দেশের হয়ে বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি। দলের সবাই আত্মবিশ্বাসী।’’

বিশ্বকাপে কি পাকিস্তানের হয়ে নতুন বল হাতে দেখা যাবে রউফকে। নাকি পুরনো বলে রিভার্স সুইং করানোর চেষ্টা করবেন তিনি। জবাবে পাক বোলার বলেন, ‘‘আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাই পালন করব। বিশ্বকাপে আমার কোনও ব্যক্তিগত লক্ষ্য নেই। একটাই লক্ষ্য। বিশ্বকাপ জেতা।’’

ভারতে আসার আগে ভিসা সমস্যায় পড়েছিল পাকিস্তান। অবশেষে সেই সমস্যা মিটেছে। মঙ্গলবার রাতেই পাকিস্তান থেকে দুবাই যাচ্ছেন বাবরেরা। বুধবার ভারতে পা রাখবেন তাঁরা। ভিসা সমস্যায় দুবাইয়ে দু’দিন থাকার পরিকল্পনা বাতিল করতে হয়েছে তাঁদের। দুবাইয়ে নেমেই ভারতের বিমান ধরতে হবে পাকিস্তানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE