Advertisement
E-Paper

‘কর্তাদের সঙ্গে কথাই বলা যায় না’, আফগান বোর্ডের আচরণে হতাশ রশিদদের কোচ ট্রট, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত

আফগানিস্তানের অন্যতম সফল কোচ জোনাথন ট্রট। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি করেছিলেন রশিদ খানেরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছিলেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০৯:৫৭
Picture of Jonathan Trott

জোনাথন ট্রট। —ফাইল চিত্র।

আফগানিস্তানের দায়িত্ব ছাড়তে পারেন জোনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কর্তাদের আচরণে বিরক্ত জাতীয় দলের প্রধান কোচ। যদিও তাঁর সঙ্গে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে।

আফগান বোর্ডের ভূমিকায় হতাশ এবং ক্ষুব্ধ ট্রট। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটারের অভিযোগ, প্রয়োজনেও কর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায় না। জ়িম্বাবোয়ের কাছে ইনিংস এবং ৭৩ রানে টেস্ট হারার পর অসন্তোষের কথা জানিয়েছেন আফগানিস্তানের কোচ। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘সবচেয়ে দুঃখের হল টেস্ট দল নিয়ে আমি কোনও মতামতই দিতে পারিনি। এসিবির শীর্ষ কর্তা বা প্রধান নির্বাচকের সঙ্গে যোগাযোগই করতে পারিনি।’’

আফগানিস্তানের কোচ আরও বলেছেন, ‘‘শেষ দু’সপ্তাহে বেশ কয়েক বার নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। এসিবি চেয়ারম্যানের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। অথচ দল নির্বাচন নিয়ে আমাকে কিছুই জানানো হয়নি। দল নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিলাম। যোগাযোগের অভাবে টেস্ট দলই শুধু প্রভাবিত হয়নি, গত এশিয়া কাপ থেকেই আমরা পছন্দমতো দল পাচ্ছি না। দল নির্বাচন নিয়ে আমাদের কিছু জানানোই হচ্ছে না।’’

আপনি কি দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন? ট্রট বলেছেন, ‘‘কী করব, এখনই বলা সম্ভব নয়। আগে বোর্ডের সঙ্গে কথা বলতে চাই। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমার সঙ্গে এসিবির চুক্তি রয়েছে। হাতে মাস দুয়েক মতো সময় রয়েছে। তার আগে আমাকে জানতে হবে, প্রধান কোচের দায়িত্ব এবং কাজে কোনও পরিবর্তন আনতে চাওয়া হচ্ছে কি না।’’

আফগানিস্তানের অন্যতম সফল কোচ ট্রট। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন রশিদ খানেরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছিল আফগানিস্তান। ট্রটের কোচিংয়েই আফগানিস্তান প্রথম বার কোনও বিশ্বকাপের সেমিফাইনালে খেলে।

Afghanistan Cricket Jonathan Trott team selection ACB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy