বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকা রোজগার করলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। টাকার অঙ্ক ভারতের পুরুষদের দলের থেকেও বেশি। এমনকি, ২০২৩ সালে পুরুষদের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যত টাকা পেয়েছিল, তার থেকেও বেশি টাকা পেয়েছেন ভারতের মেয়েরা।
বিশ্বকাপ জেতায় পুরস্কারমূল্য হিসাবে ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা পেয়েছে ভারতের মহিলা দল। এই টাকা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ২০২৩ সালে ছেলেদের বিশ্বকাপে রোহিত শর্মার ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া সাড়ে ৩৫ কোটি টাকা পেয়েছিল। অর্থাৎ, প্যাট কামিন্সরা যে টাকা পেয়েছিলেন, হরমনপ্রীতেরা তার চেয়ে ৪ কোটির বেশি টাকা পেয়েছেন।
এ বার চ্যাম্পিয়ন দলকে গত বারের মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের চেয়ে ২৩৯ শতাংশ বেশি টাকা দেওয়া হয়েছে। রানার্স-আপ দল গত বারের থেকে ২৭৩ শতাংশ বেশি অর্থ পেয়েছে। গত বার চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল পেয়েছিল যথাক্রমে ১১ কোটি এবং ৫ কোটি টাকা। দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এ বার পেয়েছে ৯.৩ কোটি টাকা করে। গত বার তা ছিল ২.৫ কোটি টাকা।
এ বার বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ১২৩ কোটি টাকা। গত বারের (২৯ কোটি) চার গুণ। এ বারই আইসিসি পুরুষ এবং মহিলাদের জন্য সমান পুরস্কারমূল্য চালু করেছে। গত বার পুরুষদের বিশ্বকাপে যে অর্থ দেওয়া হয়েছিল (৮৪ কোটি), তার থেকেও মহিলা ক্রিকেটারদের বেশি অর্থ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
বিশ্বকাপে খেলা প্রতিটি দল পেয়েছে ২ কোটি টাকা করে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল পেয়েছে ৫.৮ কোটি টাকা করে। সপ্তম এবং অষ্টম স্থানে শেষ করা দল পেয়েছে ২.৩ কোটি টাকা করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য ২৮ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ গোটা দলকে ১২৫ কোটি টাকা দিয়েছিল ভারতীয় বোর্ড। হরমনপ্রীতেরা ট্রফি জেতার পর বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ঘোষণা করেছেন, ৫১ কোটি টাকা দেওয়া হবে ভারতীয় দলকে। সেখান থেকেও টাকা পাবেন হরমনপ্রীতেরা।