Advertisement
০৩ মে ২০২৪
রিচার সঙ্গে জুটি বেধে দলের ইনিংস টানছেন হরমনপ্রীত।

রিচার সঙ্গে জুটি বেধে দলের ইনিংস টানছেন হরমনপ্রীত। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৫ key status

আউট হরমনপ্রীত (৩৩)

১৭.৫ ওভারে ভারত ৪ উইকেটে ১১৫ রান। জয়ের জন্য দরকার ১৩ বলে ৪ রান।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৪ key status

১৬ ওভারে ভারত ১০৫/৩

ব্যাট করছেন হরমনপ্রীত (৩২) এবং রিচা (৩১)। জয়ের জন্য ভারতের দরকার ২৪ বলে ১৪ রান। 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৪ key status

১৪ ওভারে ভারত ৯২/৩

ব্যাট করছেন হরমনপ্রীত (২৮) এবং রিচা (২২)। জয়ের জন্য ভারতের দরকার ৩৬ বলে ২৭ রান। 

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১১ key status

১৩ ওভারে ভারত ৮৪/৩

ব্যাট করছেন হরমনপ্রীত (২১) এবং রিচা (২১)। জয়ের জন্য ভারতের দরকার ৪২ বলে ৩৫ রান। 

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০২ key status

১১ ওভারে ভারত ৭০/৩

ব্যাট করছেন হরমনপ্রীত (১৫) এবং রিচা (১৩)। জয়ের জন্য ভারতের দরকার ৫৪ বলে ৪৯ রান। 

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৪ key status

১০ ওভারে ভারত ৬৪/৩

ব্যাট করছেন হরমনপ্রীত (১৪) এবং রিচা (৯)। জয়ের জন্য ভারতের দরকার ৬০ বলে ৫৫ রান। 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫০ key status

৯ ওভারে ভারত ৬০/৩

ব্যাট করছেন হরমনপ্রীত (১১) এবং রিচা (৮)। জয়ের জন্য ৬৬ বলে দরকার ৫৯ রান। 

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৮ key status

আউট শেফালি (২৮)

৭.১ ওভারে ভারত ৪৩/৩। উইকেটে রয়েছেন হরমনপ্রীত (২)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৯ key status

আউট জেমাইমা (১)

৫ ওভার শেষে ভারত ৩৫/২। শেফালি অপরাজিত রয়েছেন ২২ রানে। সঙ্গে রয়েছেন হরমনপ্রীত (শূন্য)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৩ key status

আউট মন্ধানা (১০)

৩২ রানে প্রথম উইকেট হারাল ভারত। শেফালি অপরাজিত রয়েছেন ২০ রানে।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৫ key status

২ ওভারে ভারত ২৮/০

ব্যাট করছেন মন্ধানা (৯) এবং শেফালি (১৭)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১১ key status

১ ওভারে ভারত ১৪/০

ব্যাট করছেন মন্ধানা (শূন্য) এবং শেফালি (১২)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৬ key status

২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ১১৮/৬

জয়ের জন্য হরমনপ্রীতদের করতে হবে ১১৯ রান। ১৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন দীপ্তি।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৪ key status

তৃতীয় উইকেট নিলেন দীপ্তি

ওয়েস্ট ইন্ডিজ় ১৯.২ ওভারে ১১৫/৬

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫২ key status

১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ১১৪/৫

গজনবিকে (১৫) আউট করলেন রেণুকা।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৭ key status

১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ১০৭/৪

ব্যাট করছেন নেশন (১৫) এবং গজনবি (১২)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৮ key status

১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ৮৮/৪

ব্যাট করছেন নেশন (৬) এবং গজনবি (৩)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩২ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের চতুর্থ উইকেটের পতন

১৪.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের রান ৭৯/৪

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৯ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় উইকেটের পতন

দ্বিতীয় উইকেট নিলেন দীপ্তি শর্মা। টেলরকেও সাজঘরে ফেরালেন তিনি। 

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৭ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় উইকেটের পতন

উইকেট নিলেন দীপ্তি শর্মা। ক্যাম্পবেলকে সাজঘরে ফেরালেন তিনি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE