অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগের দিন শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন শুভমন গিল। রবিবার প্রথম বার এক দিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন ২৫ বছরের তরুণ। নতুন দায়িত্ব নিয়ে মুখ খুললেন তিনি। শুভমন অবশ্য আত্মবিশ্বাসী।
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে সাফল্যের সঙ্গে শুরু করেছেন। সাতটি টেস্টে নেতৃত্ব দিয়ে চারটিতে জয় পেয়েছেন। হার দু’টি ম্যাচে। এ বার ক্রিকেটজীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। সাত মাস আগে ভারতকে শেষ এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জিতেছিল ভারত। দলে রয়েছেন বিরাট কোহলিও। স্বভাবতই অধিনায়ক শুভমনের উপর চাপ থাকবে প্রথম ম্যাচ থেকেই।
শনিবার পার্থে শুভমন বলেছেন, ‘‘বাইরে কে কী বলছে জানি না। আমাদের মধ্যে সব ঠিক আছে। ওদের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভাল। সব কিছু আগের মতোই রয়েছে। সব সময় সাহায্য পাই। আমি বেশ কিছু পরামর্শ চেয়েছি ওদের কাছে। যেমন জিজ্ঞেস করেছি, অধিনায়ক থাকলে এই পিচে আগে কী করতে চাইত ওরা। আমি সব সময় দলের অন্য খেলোয়াড়দের মতামত নিয়ে চলতে পছন্দ করি।’’ শুভমন আরও বলেছেন, ‘‘বিরাট ভাই এবং রোহিত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। ওদের পরামর্শ নেওয়ার ব্যাপারে আমার কোনও দ্বিধা নেই। আমি নিজে পরামর্শ চেয়ে নিচ্ছি। কখনও কখনও ওরাই নিজে থেকে পরামর্শ দিচ্ছে।’’
দলের দুই সিনিয়র সদস্যে সম্পর্কে তিনি যে যথেষ্ট শ্রদ্ধাশীল, তা-ও জানাতে ভোলেননি শুভমন। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘ছোটবেলায় ওদের মতো ক্রিকেটারদেরই আদর্শ করে এগোনোর চেষ্টা করতাম। ক্রিকেটের প্রতি ওদের ভালবাসা, সাফল্যের খিদে আমাকে অনুপ্রাণিত করত। ওদের মতো বড় ক্রিকেটারদের নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মানের। আমি নিশ্চিত এই সিরিজ়ে বিরাট ভাই এবং রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। কঠিন পরিস্থিতিতে পড়লে ওদের পরামর্শ নিতে দ্বিধা করব না।’’
এক দিনের দলের নেতৃত্বের দায়িত্ব উত্তেজিত করছে শুভমনকে। তিনি বলেছেন, ‘‘বেশ উত্তেজিত লাগছে। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার পর আমার হাতে দায়িত্ব। দায়িত্বটা সহজ নয়। কত অভিজ্ঞতা ওদের। ওদের কাছ থেকে কত কিছু শেখার সুযোগ পাব। এটার জন্য আরও বেশি উত্তেজিত লাগছে।’’ অস্ট্রেলিয়ায় এসে ওদের সঙ্গে আলোচনা করেছেন? শুভমন বলেছেন, ‘‘বিরাট ভাই এবং রোহিত ভাইয়ের সঙ্গে প্রচুর কথা বলেছি। নানা বিষয়ে ওদের সঙ্গে আলোচনা করেছি। ওরা কী ভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, দলের সংস্কৃতি কেমন করতে চেয়েছিল, সব কিছু জানতে চেয়েছি। আমার বিশ্বাস ওদের বিশাল অভিজ্ঞতা এই দলটাতেও এগিয়ে নিয়ে যাবে। আমরাও ওদের কাছে শিখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’’
শুভমনের বক্তব্য যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ পাওয়া গিয়েছে ভারতীয় দলের অনুশীলনে। কোহলির কাছে ব্যাটিং নিয়ে পরামর্শ নিয়েছেন। নেটে কয়েকটা শট খেলার পর কোহলির কাছে চলে যান শুভমন। বুঝে নেন কী ভুল হচ্ছে বা কী করলে আরও ভাল হবে। রোহিতের সঙ্গেও প্রায় ১৫ মিনিট কথা বলতে দেখা গিয়েছে নতুন অধিনায়ককে। পিচ দেখার সময়ও রোহিতকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন শুভমন। আলোচনা করেছেন কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও।
আরও পড়ুন:
টেস্ট অধিনায়ক হওয়ার পর সাজঘরে বা মাঠে কোহলি এবং রোহিতের পরামর্শ নেওয়ার সুযোগ পাননি শুভমন। এক দিনের দলের দায়িত্ব পাওয়ার পর সুযোগ পাচ্ছেন। দুই প্রাক্তন অধিনায়কের সব কিছু শুষে নিয়ে নিজেকে সমৃদ্ধ, পরিণত করার সুযোগ হাতছাড়া করছেন না শুভমন।