Advertisement
E-Paper

সরেই যাচ্ছে পটৌডীর নাম, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের ট্রফি সচিন-অ্যান্ডারসনের নামে

ট্রফির নাম হতে পারে জেমস অ্যান্ডারসন এবং সচিন তেন্ডুলকরের নামে। দুই দেশের দুই তারকাকে সম্মান জানিয়ে ট্রফির নামকরণ করা হতে পারে বলে জানাচ্ছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২২:৫৮
Sachin Tendulkar and James Anderson

সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন। —ফাইল চিত্র।

ইংল্যান্ডে ভারত টেস্ট সিরিজ় খেলতে গেলে সেই ট্রফির নাম ছিল পটৌডীর নামে। ভারতের দুই প্রাক্তন অধিনায়ক ইফতিখর আলি খান পটৌডী এবং মনসুর আলি খান পটৌডীর নামে ছিল ট্রফির নাম। এ বার তা বদলে যাচ্ছে।

২০ জুন থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়। সেই ট্রফির নাম হতে পারে জেমস অ্যান্ডারসন এবং সচিন তেন্ডুলকরের নামে। দুই দেশের দুই তারকাকে সম্মান জানিয়ে ট্রফির নামকরণ করা হতে পারে বলে জানাচ্ছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম।

২০০৭ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের নাম হয়েছিল পটৌডী ট্রফি। দুই দেশের মধ্যে টেস্টের সেটা ছিল ৭৫তম বছর। সেই সময় পটৌডী পরিবারের দুই ক্রিকেটারকে সম্মান জানানো হয়েছিল। এ বার সেই নাম বদলে যাচ্ছে।

কিছু দিন আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পতৌদি পরিবারকে চিঠি দিয়ে জানায়, তারা আর পতৌদি ট্রফিটি ব্যবহার করতে চায় না। পরিবর্তে নতুন ট্রফি নিয়ে আসতে চায়। বিসিসিআইকেও বিষয়টি জানানো হয়। নতুন ট্রফি দু’দেশের দুই প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে করার প্রস্তাব দেয় ইসিবি। দুই দেশের হয়ে এই দুই ক্রিকেটারই সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন। তাই তাঁদের নামেই নতুন সিরিজ়ের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবের বিরোধিতা করেনি বিসিসিআই।

তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব ভাল ভাবে নেননি পতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুর। তিনি বলেন, “যদি ভারতীয় ক্রিকেট বোর্ড পতৌদির অবদান মনে রাখতে না চায়, তা হলে সেটা তাদের সিদ্ধান্ত।” তাঁর পাশে দাঁড়ান ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। উল্লেখ্য ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের (বর্ডার-গাওস্কর ট্রফি) সঙ্গে যুক্ত রয়েছে তাঁর নাম। গাওস্কর বলেন, “ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেটে পতৌদিদের অবদানকে অসম্মান করা হচ্ছে। আমি আশা করছি, কোনও ভারতীয় ক্রিকেটার এটা চাইবে না।”

এই বিতর্কের পরেই নাম বদল আপাতত করা হবে না বলে জানা গিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে আসন্ন সিরিজ় থেকেই বদলে যেতে পারে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের নাম।

India vs England 2025 Mansoor Ali Khan Pataudi Sachin Tendulkar James Anderson
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy