Advertisement
০৫ মে ২০২৪
হেডকে আউট করার পর অক্ষরকে ঘিরে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস।

হেডকে আউট করার পর অক্ষরকে ঘিরে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৫:৩৮
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৫:২৩ key status

দু’দলের সম্মতিতে শেষ খেলা

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তুলল ২ উইকেট ১৭৫ রান। লাবুশেন ৬৩ এবং স্মিথ ১০ রানে অপরাজিত থাকলেন। ১টি করে উইকেট অশ্বিন এবং অক্ষরের। ২-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর সিরিজ় জিতল ভারত।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৫:১৩ key status

অস্ট্রেলিয়া ১৭৩/২

উইকেটে রয়েছেন লাবুশেন (৬২) এবং স্মিথ (৯)।

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৪:৪১ key status

অস্ট্রেলিয়া ১৬৬/২

উইকেটে রয়েছেন লাবুশেন (৫৬) এবং স্মিথ (৮)।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৪:১৭ key status

চা পানের বিরতি

অস্ট্রেলিয়া ১৫৮/২। উইকেটে রয়েছেন লাবুশেন (৫৬) এবং স্মিথ (শূন্য)।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:৫৫ key status

আউট হেড

হেডকে (৯০) আউট করলেন অক্ষর। অস্ট্রেলিয়া ১৫৩/২।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:২৩ key status

অস্ট্রেলিয়া ১২৪/১

উইকেটে রয়েছেন হেড (৭৭) এবং লাবুশেন (৩৭)।

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:০১ key status

অস্ট্রেলিয়া ১২১/১

উইকেটে রয়েছেন হেড (৭৫) এবং লাবুশেন (৩৭)।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১২:১৬ key status

মধ্যাহ্নভোজের পর শুরু খেলা

অস্ট্রেলিয়া ৭৪/১। উইকেটে রয়েছেন হেড (৪৬) এবং লাবুশেন (২২)।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১১:৩৮ key status

অস্ট্রেলিয়া ৭৩/১

পঞ্চম দিনের মধ্যাহ্নভোজের বিরতি। উইকেটে রয়েছেন হেড (৪৫) এবং লাবুশেন(২২)। ১৮ রানে এগিয়ে রয়েছে ভারত।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১০:২০

১৭ ওভার শেষে

পঞ্চম দিনের খেলা চলছে আমদাবাদে। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ২১/১। রাতপ্রহরী কুহনেমানকে আউট করেন অশ্বিন। পঞ্চম দিনেও আমদাবাদ পিচে বোলারদের জন্য প্রায় কিছু নেই। জাডেজা এবং অশ্বিন বল করছেন। কিন্তু বল সে ভাবে ঘুরছে না। ফলে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ক্রিজে টিকে থাকার চেষ্টা করছে।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৯:৫৪ key status

উইকেট অশ্বিনের

রাতপ্রহরী কুহনেমানকে ফেরালেন অশ্বিন। এলবিডব্লিউ হলেন তিনি। রিপ্লেতে দেখা গেল রিভিউ নিলে বেঁচে যেতেন কুহনেমান। কিন্তু তা না নেওয়ায় প্রথম উইকেট পেল ভারত।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৯:২৫ key status

চতুর্থ দিনের শেষে

বিরাট কোহলি ১৮৬ রানের ইনিংস খেলেন। ১২০৫ দিন পর শতরান আসে তাঁর ব্যাট থেকেই ভারত তোলে ৫৭১ রান। অস্ট্রেলিয়ার থেকে ৯১ রান এগিয়ে শেষ ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ৩/০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE