Advertisement
০৫ মে ২০২৪
অর্ধশতরান করলেন ট্রাভিস হেড।

অর্ধশতরান করলেন ট্রাভিস হেড। ছবি: রয়টার্স

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ২৩:০৮
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ২৩:০৮ key status

প্রথম দিনের শেষে

অস্ট্রেলিয়া ৩২৭ রান তুলে ফেলল প্রথম দিনেই। ভারতীয় বোলারদের অসহায় করে দিলেন স্মিথ এবং হেড। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ২১:০২ key status

হেডের শতরান

ভারত যখন তিন উইকেট ফেলে ম্যাচ নিজেদের দিকে ঘোরানোর চেষ্টা করছিল, সেই সময় পাল্টা মারের খেলা শুরু করেন হেড। মাত্র ১০৬ বলে শতরান করলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ২০:৫১ key status

অর্ধশতরান স্মিথের

১৪৪ বলে অর্ধশতরান স্মিথের। ধীর গতিতে ইনিংস গড়লেন। উল্টো দিকে থাকা হেড যখন একের পর এক চার মারছেন, স্মিথ সেই লোভে পা দেননি। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৯:৪২ key status

চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৭০

হেড ৬০ ও স্মিথ ৩৩ রানে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৯:২০ key status

অর্ধশতরান ট্রাভিস হেডের

মাত্র ৬১ বলে অর্ধশতরান করলেন হেড। এ বারের টেস্ট বিশ্বকাপের ফাইনালে প্রথম অর্ধশতরান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৯:০৪ key status

ভাল খেলছেন হেড ও স্মিথ

৪০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১৪৭। ট্রাভিস হেড ৪১ ও স্টিভ স্মিথ ২৯ রান করে খেলছেন। 

Advertisement
timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৭:৪৯ key status

আউট লাবুশেন

মধ্যাহ্নভোজের বিরতির পরেই উইকেট নিলেন মহম্মদ শামি। তাঁর বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হলেন মার্নাশ লাবুশেন। ২৬ রান করেছেন লাবুশেন। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৬:৫৬ key status

আউট ওয়ার্নার

শার্দূল ঠাকুরের বলে ৪৩ রান করে আউট ডেভিড ওয়ার্নার। শার্দূলের বল ওয়ার্নারের ব্যাটে লেগে উইকেটরক্ষকের ডান দিকে যায়। শরীর ছুড়ে এক হাতে ভাল ক্যাচ ধরেন শ্রীকর ভরত। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৬:০৪ key status

প্রথম ঘণ্টায় অস্ট্রেলিয়ার রান ২৯/১

১২ ওভারে ২৯ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৭ ও লাবুশেন ১১ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৫:৩৭ key status

ধরে খেলার চেষ্টা ওয়ার্নারদের

ভারতীয় বোলারদের সামনে ধরে খেলছেন ডেভিড ওয়ার্নার ও মার্নাশ লাবুশেন। খুব একটা তাড়াহুড়ো করছেন না দুই ব্যাটার। দিনের প্রথম ঘণ্টা দেখে পার করার চেষ্টা করছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৫:১৭ key status

আউট উসমান খোয়াজা

শুরুতেই সাফল্য পেলেন সিরাজ। তাঁর বাইরের দিকে সুইং হওয়া বল উসমান খোয়াজার ব্যাট ছুঁয়ে চলে গেল শ্রীকর ভরতের দস্তানায়। শূন্য রানে ফিরলেন খোয়াজা। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৫:১৪ key status

ভাল শুরু ভারতের দুই পেসারের

ভারতের দুই পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ শুরুটা ভাল করেছেন। ওভালের পিচকে ভাল কাজে লাগাচ্ছেন তাঁরা। দু’দিকেই বল সুইং করছে। তার ফলে সহজে শট খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার দুই ওপেনার। 

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৪:৪৪ key status

ভারতীয় দলে চার পেসার

পিচ ও পরিবেশ দেখে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দলের একমাত্র স্পিনার রবীন্দ্র জাডেজা। উইকেটরক্ষক হিসাবে খেলছেন শ্রীকর ভরত।

ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

timer শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৪:৪১ key status

টস জিতল ভারত

টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওভালের সবুজ পিচ ও আকাশে মেঘ দেখে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE