Advertisement
০১ মার্চ ২০২৪
Rahul Dravid

India Vs New Zealand 2021: জেতার পরেই মাথাব্যথা শুরু দ্রাবিড়ের, কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নির্বাচকদের সামনেও

সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গিয়ে কোহলীরা ভাল খেললেও দক্ষিণ আফ্রিকায় বার বার হারের মুখ দেখতে হয়েছে।

কোহলীদের নিয়ে কী বললেন ভারতীয় কোচ

কোহলীদের নিয়ে কী বললেন ভারতীয় কোচ ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ১২:০৬
Share: Save:

মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে ৩৭২ রানের বিশাল ব্যবধানে জিতেছে দল। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম সিরিজেই সাফল্য। কিন্তু সে সব নিয়ে এখন ভাবতে রাজি নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বরং তাঁর মাথায় অন্য চিন্তা। বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারের বদলে দলে এসে তরুণরা যে ভাবে খেললেন তাতে পরের সিরিজে প্রথম একাদশ কী হবে তা নিয়ে মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে দ্রাবিড়ের। দল গড়া নিয়ে এ বার নির্বাচকদের সামনেও কঠিন চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন তিনি।

ম্যাচ জিতে সাক্ষাৎকারে দ্রাবিড় জানান, যে ভাবে কঠিন পরিস্থিতিতে তরুণ ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়েছে তাতে তিনি খুব খুশি। কানপুরে খুব কাছে গিয়েও জয় হাতছাড়া হয়েছে। কিন্তু মুম্বইয়ে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেননি কোহলীরা। ওয়াংখেড়ের লাল মাটির উইকেট ক্রিকেটারদের অনেক পরিণত করবে বলেই মনে করেন দ্রাবিড়।

তা হলে মাথা ব্যথা কীসের? সেই কারণও জানিয়েছেন ভারতীয় কোচ। দ্রাবিড় বলেন, ‘‘শ্রেয়স আয়ার, ময়াঙ্ক আগরওয়াল, অক্ষর পটেল, জয়ন্ত যাদবরা খুব ভাল খেলেছে। এর পরে সিনিয়র ক্রিকেটাররা ফিরবে। তখন প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। তাতে আমাদের হাতে অনেক বেশি বিকল্প থাকবে। এই ধরনের মাথা ব্যথা থাকা ভাল। নির্বাচকদেরও দল নির্বাচনের সময় অনেক বেশি চিন্তা করতে হবে।’’

সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। বিশ্বের এই প্রান্তে কখনও সিরিজ জিততে পারেনি ভারত। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গিয়ে কোহলীরা ভাল খেললেও দক্ষিণ আফ্রিকায় বার বার হারের মুখ দেখতে হয়েছে। সেই ব্যর্থতা ভুলে সেখানেও ইতিহাস তৈরি করতে চাইছেন কোহলীরা। আর সেই প্রস্তুতি ওয়াংখেড়ে থেকেই শুরু করে দিলেন তাঁদের কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE