রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেও শুভমন গিল যে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত, তা আগেই জানিয়েছিল আনন্দবাজার ডট কম। সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ভারত অধিনায়কের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। মঙ্গলবার সকালে ইডেনে ভারতের অনুশীলনে দেখা গেল না শুভমনকে।
মঙ্গলবার সকালে কলকাতার ইডেনে অনুশীলন ছিল ভারতের। সেখানে গোটা দল এলেও শুভমন আসেননি। অনুশীলনে ছিলেন ধ্রুব জুরেল, আকাশদীপ, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শনেরা। মূলত, দলের তরুণেরাই অনুশীলনে এসেছিলেন। সঙ্গে ছিলেন কোচিং স্টাফেরা। কিন্তু ভারত অধিনায়ককে দেখা যায়নি। জানা গিয়েছে, শুভমনের ঘাড়ে এখনও ব্যথা রয়েছে। আপাতত তিন-চার দিন বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। ফলে বুধবার দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না তিনি। পরেও তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই। দরকার পড়লে চিকিৎসার জন্য শুভমনকে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে।
শুভমন না খেললে ভারতের অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। ইডেনেও শুভমনের অনুপস্থিতিতে সেই দায়িত্ব সামলেছেন তিনি। অধিনায়ক না খেললে দলে বদল হবে। যা পরিস্থিতি, তাতে মিডল অর্ডারে সাই সুদর্শনের ঢোকার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটিতে সিরিজ় বাঁচানোর লড়াই ভারতের। গুরুত্বপূর্ণ এই ম্য়াচে শুভমনকে না পেলে চাপ বাড়বে গৌতম গম্ভীরদের।
বোর্ড সূত্রে জানা গিয়েছিল, শনিবার ঘুম থেকে ওঠার পরেই শুভমন ঘাড়ে ব্যথা অনুভব করেন। তার জন্য তিনি ব্যথা কমানোর ওষুধ খেয়েছিলেন। তাতেও লাভ হয়নি। ব্যাট করতে নামার আগেও তিনি ব্যথা কমানোর ওষুধ খেয়েছিলেন। নিজের তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ঘাড়ে আবার ব্যথা শুরু হয়েছিল শুভমনের। সঙ্গে সঙ্গে মাঠে চলে এসেছিলেন ফিজিয়ো। পরীক্ষা করার পর শুভমনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। মাত্র তিন বল ক্রিজ়ে ছিলেন শুভমন। সমস্যা এতটাই যে, ঘাড় ঘোরাতেই পারছিলেন না তিনি। মেরুদণ্ডেও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছিল।
হাসপাতালে ভর্তি করানোর পর এমআরআই হয়েছিল শুভমনের। সেখানেও ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন শুভমন। তখনও এমআরআই করানো হয়েছিল। তখনকার এবং এখনকার এমআরআই-এর ফলাফলের মধ্যে মিল রয়েছে।
আরও পড়ুন:
রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল শুভমনকে। টিম হোটেলে ফিরে গিয়েছিলেন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, রবিবার হাসপাতালের বিছানায় শুয়েই দলের হার দেখেছিলেন শুভমন। ভারত যে ভাবে ইডেন গার্ডেন্সে আড়াই দিনে টেস্ট হেরেছে তাতে মনমরা তিনি। শুভমন হয়তো ভাবছিলেন, তিনি থাকলে খেলার ফল অন্য হতে পারত। কারণ, দুই ইনিংসেই ১০ জনে ব্যাট করতে হয়েছে ভারতকে। সেই কারণে দলের হারে আরও কষ্ট হয়েছে অধিনায়কের।
রবিবার খেলা শেষে উডল্যান্ডস হাসপাতালে শুভমনকে দেখতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে শুভমনের সঙ্গে ১০-১৫ মিনিট কথা হয় তাঁর। বাংলার ক্রীড়া সংস্থা সূত্রে খবর, সৌরভকে শুভমন জানিয়েছেন, হাসপাতালে দমবন্ধ লাগছে তাঁর। এই কঠিন সময়ে দলের সঙ্গে থাকতে চান তিনি। তাই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে এখনই তাঁর খেলার সম্ভাবনা কম।