একটা গোটা বছর ব্যাটে রান নেই সূর্যকুমার যাদবের। ২০২৫ সালে একটিও অর্ধশতরান করতে পারেননি সূর্যকুমার যাদব। এক বছরে ১৯ ম্যাচে করেছেন ২১৮ রান। ১৩.৬২ গড়ে রান করেছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। সামনেই দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অধিনায়কের ফর্ম চিন্তা বাড়াচ্ছে। তবে সূর্য ততটা চিন্তা করছেন না। তাঁর মতে, খারাপ সময় প্রত্যেক ক্রিকেটারের জীবনেই আসে। আবার তা কেটেও যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলঘোষণার পর অহমদাবাদে একটি অনুষ্ঠানে নিজের ফর্ম নিয়ে মুখ খোলেন সূর্য। তিনি বলেন, “ক্রীড়াবিদের জীবনে সব সময় ভাল ফর্ম থাকে না। এমন নয় যে সকলে চান ফর্ম খারাপ হোক। কিন্তু প্রত্যেকের কেরিয়ারেই খারাপ সময় আসে। সেখান থেকে শিক্ষা নিতে হয়। আমার কেরিয়ারেও এটা শেখার সময়। উত্থান-পতন চলছে। এখান থেকে আমি ঠিক বার হব।”
সূর্য যে ফর্মে ফিরবেন, তা নিয়ে দলের বাকিরা নিশ্চিত। অভিষেক শর্মা, তিলক বর্মারা সে কথা একাধিক বার বলেওছেন। আর সূর্য কী বলছেন? ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের কথায়, “এখন ১৪ জওয়ান আমার অভাব পূরণ করে দিচ্ছে। কিন্তু ওরা জানে, যে দিন আমার ব্যাটে বিস্ফোরণ হবে, সে দিন কী হবে। আমি নিশ্চিত আপনারাও সেটা জানেন।”
আরও পড়ুন:
ফর্ম নিয়ে সমালোচনা হলেও তাঁর মানসিকতা যে বরাবর ইতিবাচক সে কথা জানিয়েছেন সূর্য। সূর্যের অনুষ্ঠানে স্কুলের অনেক ছাত্র-ছাত্রী এসেছিল। তাদের উদাহরণ টেনে সূর্য বলেন, “আমি বরাবর ইতিবাচক থাকি। পরিশ্রম করি। ভাবো তো, পরীক্ষার খারাপ রেজ়াল্ট হলে কি তোমরা স্কুল ছেড়ে দাও? না। সেই স্কুলে থেকেই তোমরা আরও পরিশ্রম করো। ভাল ফল করো। আমিও সেই চেষ্টাই করছি। ফর্মে ফেরার চেষ্টা করছি।”
গত কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে, শুরুতে এক-দু’টি চার মারলেও তার পরেই আউট হয়ে গিয়েছেন সূর্য। যে শটে আগে চোখ বন্ধ করে ছক্কা মারতেন সেই ‘সুপলা’ শট খেলতে গিয়ে এখন বার বার আউট হচ্ছেন। ভারতের বিশ্বকাপের দলে এখন দুর্বলতম জায়গা সূর্য। সহ-অধিনায়ক শুভমন গিল ফর্মে না থাকায় তাঁকে বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। কিন্তু সূর্য অধিনায়ক হওয়ায় হয়তো তাঁকে বিশ্বকাপের দু’মাস আগে সরাতে চাননি গৌতম গম্ভীরেরা। রান না পেলে কিন্তু সূর্যের উপর চাপ ক্রমশ বাড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রানে ফেরার চেষ্টা করছেন তিনি।