ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে বিতর্ক থামার কোনও নাম নেই। এ বার ঝামেলায় জড়িয়ে পড়লেন খোদ আম্পায়ার। শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে লেগে গেল কেএল রাহুলের।
ওভাল টেস্টের দ্বিতীয় দিন ভারতের জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণ এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুটের মধ্যে তর্কতর্কি চলছিল। তখন ধর্মসেনার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন রাহুল। কৃষ্ণের হয়ে কথা বলতে এগিয়ে যান রাহুল। তখনই ধর্মসেনার সঙ্গে তাঁর ঝামেলা লাগে। দেখে নেওয়া যাক দু’জনের মধ্যে কী তর্কাতর্কি হয়েছিল।
রাহুল: আপনি কী চান? আমরা চুপ করে থাকি?
ধর্মসেনা: আপনি কি চাইবেন কোনও বোলার আপনার দিকে তেড়ে গিয়ে কথা বলবে? না, এটা করা যায় না। না রাহুল, আমরা এটা হতে দিতে পারি না।
রাহুল: আপনি কী চান বলুন তো? শুধু ব্যাট আর বল করে বাড়ি ফিরে যাব?
ধর্মসেনা: আমরা এটা নিয়ে ম্যাচের পর আলোচনা করব। আপনি এ ভাবে কথা বলতে পারেন না।
আরও পড়ুন:
ইংল্যান্ডের ইনিংসের ২২তম ওভারে প্রসিদ্ধের একটা বল রুটের ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। তা দেখে প্রসিদ্ধ কিছু একটা বলেন রুটকে। পরের বলেই জবাব দেন রুট। পয়েন্ট দিয়ে চার মারেন তিনি। তার পরেই নিজেকে সামলাতে পারেননি রুট। হেঁটে প্রসিদ্ধের কাছে গিয়ে রুটকে কিছু বলতে শোনা যায়। তাঁকে দেখে যথেষ্ট উত্তেজিত দেখাচ্ছিল। সাধারণত রুট এতটা মেজাজ হারান না। প্রসিদ্ধও চুপ ছিলেন না। তিনিও জবাব দেন।