ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
১১ বলে ১৩ রান করে আউট মুশফিকুর। তৃতীয় উইকেট অশ্বিনের। লোকেশ রাহুল সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। আম্পায়ার বুঝতে পারেননি আউট কি না। তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। তিনি আউটের সিদ্ধান্ত জানান।
দ্বিতীয় উইকেট অশ্বিনের। মমিনুল ভেবেছিলেন বল সোজা আসবে। কিন্তু অশ্বিনের বল একটু টার্ন করে। অফ স্টাম্পের উপরের বেল ফেলে দেয়। ১৩ রানে আউট মমিনুল।
শাদমানকে ফেরালেন অশ্বিন। ভারতীয় স্পিনারের বলের লেংথ বুঝতে পারেননি বাংলাদেশের ওপেনিং ব্যাটার। আগে ব্যাট চালিয়ে ফেলেন। শর্ট মিড উইকেটে ক্যাচ ধরেন শুভমন গিল। ৮৬ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ।
জাকির হাসানকে ফেরালেন যশপ্রীত বুমরা। ভারতীয় পেসারের বল অফ স্টাম্পের বাইরে ছিল। কিন্তু সেই লোভে ব্যাট বাড়ালেন জাকির। বল চলে যায় গালিতে। যশস্বী জয়সওয়াল বল ধরতে ভুল করেননি। ৩৩ রান করে আউট জাকির।
চা বিরতির এক ঘণ্টা আগে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। লক্ষ্য ছিল এই এক ঘণ্টায় দ্রুত বাংলাদেশের উইকেট তোলা। কিন্তু সেটা হল না। বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান এবং শাদমান ইসলাম মিলে ৫৬ রানের জুটি গড়েছেন। ভারতের হয়ে বুমরা, সিরাজ, আকাশ দীপ এবং অশ্বিন বল করলেও উইকেট নিতে পারেননি। বাংলাদেশের জয়ের জন্য এখনও ৪৫৯ রান প্রয়োজন।
দ্বিতীয় ইনিংসে ভারত ২৮৭ রান করে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫১৪ রানের লিড নিলেন রোহিতেরা। ঋষভ পন্থ ১০৯ রান করেন। শুভমন গিল ১১৯ রানে অপরাজিত রইলেন। তাঁদের দাপটেই বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য রাখল ভারত।
পন্থের পর শতরান করলেন শুভমন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর তরুণ ব্যাটারকে সমালোচনা শুরু হয়েছিল। দ্বিতীয় ইনিংসেই উত্তর দিয়ে দিলেন শুভমন। ভারতকে ৫০০ রানের উপরে লিড এনে দিলেন।
টেস্ট ক্রিকেটে ফিরেই শতরান পন্থের। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার আগে শেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই দলের বিরুদ্ধে শতরান করেই টেস্টে প্রত্যাবর্তন পন্থের। ১২৮ বলে ১০৯ রান করলেন তিনি। মেহেদি হাসান মিরাজের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন পন্থ।
পন্থ এবং শুভমনের ব্যাটে বড় রানের লিড নেওয়ার পথে ভারত। শুভমন ব্যাট করছেন ৮৬ রানে। শতরানের থেকে ১৪ রান দূরে। পন্থ অপরাজিত ৮৩ রানে। তাঁর শতরানের জন্য প্রয়োজন ১৮ রান। ভারত ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ২০৫ রান করে ফেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে ৪৩২ রানে লিড নিয়েছে ভারত।
৮৮ বলে ৫০ রান করলেন পন্থ। তিনি এবং শুভমন মিলে ভারতকে বড় রানের লিডের পথে নিয়ে যাচ্ছেন।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান শুভমনের। ছক্কা মেরে ৫০ পার করলেন তিনি। মেহেদির ওভারে দু’টি ছক্কা মারেন শুভমন। দ্রুত রান তুলছে ভারত।
দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকা শুভমন গিল এবং ঋষভ পন্থ ব্যাট করতে নামলেন। প্রথম ওভার বল করলেন মেহেদি হাসান মিরাজ। ২ রান হল এই ওভারে।
নাজমুল হোসেন শান্তদের প্রথম ইনিংস ১৪৯ রানে শেষ হওয়ার পর আম্পায়ার রড টাকার রোহিত শর্মার কাছে জানতে চান, ফলোঅন করাবেন কি না। রোহিত মাথা নাড়িয়ে সিদ্ধান্ত জানিয়ে মাঠ ছাড়েন। হাতে ২২৭ রানের পুঁজি নিয়েও চিপকের ২২ গজে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে রাজি হয়নি ভারতীয় শিবির। দ্বিতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৮১/৩। এগিয়ে ৩০৮ রানে। প্রথম টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করেছেন রোহিতেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy