Advertisement
০৯ নভেম্বর ২০২৪
পাকিস্তানের বিরুদ্ধে উইকেট নিয়ে উল্লাস ভারতের স্মৃতি মন্ধানা (বাঁ দিকে) ও শ্রেয়াঙ্কা পাতিলের।

পাকিস্তানের বিরুদ্ধে উইকেট নিয়ে উল্লাস ভারতের স্মৃতি মন্ধানা (বাঁ দিকে) ও শ্রেয়াঙ্কা পাতিলের। ছবি: সমাজমাধ্যম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৮:৫২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৮:৫০ key status

মাঠ ছাড়লেন হরমনপ্রীত

কাঁধে চোট হরমোনপ্রীতের। তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। তবে ভারতের জিততে কোনও অসুবিধা হয়নি। ৬ উইকেট হাতে নিয়েই ম্যাচ জিতল ভারত।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৮:৩১ key status

প্রথম বলেই আউট রিচা

ফাতিমার বলে একই রকম ভাবে আউট হলেন রিচা। পর পর উইকেট হারাল ভারত। ৮০ রানে ৪ উইকেট হারাল তারা।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৮:২৮ key status

আউট জেমাইমা

২৩ রান করে আউট জেমাইমা। ফাতিমার বলে খোঁচা দিয়ে আউট হলেন তিনি। ক্যাচ ধরলেন উইকেটরক্ষক মুনিবা।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৮:১১ key status

আউট শেফালি

৩২ রান করে আউট শেফালি। দ্বিতীয় উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৮:০৩ key status

৫০ পার ভারতের

১০ ওভারে ৫০ রান পার ভারতের। শেফালি ২৪ ও জেমাইমা ১৩ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৭:৫২ key status

মন্থর ব্যাটিং ভারতের

প্রথম ৭ ওভারে একটিও চার মারতে পারেনি ভারত। ভাল ফিল্ডিং করছেন পাকিস্তান। ৭ ওভারে ভারতের রান ১ উইকেটে ৩১। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৭:৪০ key status

আউট স্মৃতি মন্ধানা

আরও একটি ম্যাচে ব্যর্থ মন্ধানা। ১৬ বলে ৭ রান করে সাদিয়া ইকবালের বলে আউট হলেন তিনি। ১৮ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৭:০৯ key status

১০৫ রানে শেষ পাকিস্তানের ইনিংস

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ১০৬ রান।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৭:০৬ key status

আউট নিদা দার

অরুন্ধতীর বলে ২৮ রান করে আউট হলেন নিদা। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৭:০০ key status

আউট টুবা

কোনও রান না করেই আউট টুবা হাসান। শ্রেয়াঙ্কা পাতিলের বলে ক্যাচ তুললেন তিনি। ক্যাচ ধরলেন শেফালি বর্মা।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৬:৪২ key status

আউট ফাতিমা

ফাতিমার উইকেট নিলেন শোভানা। তবে এই উইকেটের ক্ষেত্রে বড় কৃতিত্ব উইকেটরক্ষক রিচার। তিনি যে ভাবে অফ স্টাম্পের বাইরের দিকে যাওয়া বল ঝাঁপিয়ে ধরলেন সেটার কৃতিত্ব দিতে হবে। ১৩ রান করে আউট ফাতিমা।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৬:৩৪ key status

উইকেট নিলেন অরুন্ধতী

আলিয়া রিয়াজকে আউট করলেন অরুন্ধতী।  এলবিডব্লিউ হলেন পাকিস্তানি ব্যাটার। ৪ রান করে আউট আলিয়া।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৬:২১ key status

আউট মুনিবা

পাক ওপেনার মুনিবা আলি একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শ্রেয়াঙ্কা পাতিলের বলে স্টাম্প  হলেন তিনি। বলেই লাইন ফস্কে ক্রিজ় ছেড়ে বেরিয়ে আসেন মুনিবা। স্টাম্প করেন উইকেটরক্ষক রিচা ঘোষ। ১৭ রান করলেন মুনিবা।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৬:০৪ key status

সেই ওভারেই উইকেট অরুন্ধতীর

মুনিবার ক্যাচ পড়লেও ওমাইমার ক্যাচ ফস্কাননি শেফালি বর্মা। সেই ওভারেই পড়ল পাকিস্তানের তৃতীয় উইকেট। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৬:০৩ key status

সহজ ক্যাচ ফেললেন আশা

তৃতীয় উইকেট নেওয়ার সুযোগ ছিল ভারতের। অরুন্ধতী রেড্ডির বলে ক্যাচ তোলেন মুনিবা। ফাইন লেগে দাঁড়িয়ে হাতের ক্যাচ ফেলে দেন আশা। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৬:০১ key status

পাওয়ার প্লে শেষে পাকিস্তানের স্কোর ২৯/২

ভারতের বিরুদ্ধে পাওয়ার প্লে শেষ পাকিস্তানের। ৬ ওভার শেষে তাদের রান ২ উইকেটে ২৯। মুনিবা আলি ১৪ ও ওমাইমা সোহেল ১ রানে ব্যাট করছেন।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৫:৫৯ key status

উইকেট নিলেন দীপ্তি

পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ল। দীপ্তির বলে ৮ রান করে বোল্ড হলেন সিদরা আমিন।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৫:৫২ key status

মন্থর শুরু পাকিস্তানের

ভারতের বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলতে পারছে না পাকিস্তান। মন্থর শুরু করেছে তারা। ৪ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেট হারিয়ে ১৮।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৫:৩৫ key status

প্রথম ওভারেই উইকেট রেণুকার

প্রথম ওভারেই পাকিস্তানকে ধাক্কা দিলেন রেণুকা সিংহ ঠাকুর। গুল ফিরোজ়াকে শূন্য রানে ফেরালেন তিনি। পাকিস্তানের রান ১ উইকেটে ১। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৫:১৩ key status

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, হরমনপ্রীত কৌর, জেমাইমা রদ্রিগেজ়, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, এস সজানা, শ্রেয়াঙ্কা পাতিল, আশা শোভনা, রেণুকা সিংহ ঠাকুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE