আবার একটা এক দিনের সিরিজ় হারল অস্ট্রেলিয়া। শুক্রবার ঘরের মাঠে ৮৪ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল তারা। এই নিয়ে প্রোটিয়াদের কাছে টানা পাঁচটা এক দিনের সিরিজ় হারল অস্ট্রেলিয়া। কাগিসো রাবাডার অভাব ঢেকে পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন লুনগি এনগিডি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দশটা এক দিনের সিরিজ়ের আটটাতেই হেরেছে অস্ট্রেলিয়া। শেষ ২১টা ম্যাচের ১৭টায় জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে, দেড় বছর আগে এক দিনের বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া শেষ আটটা ম্যাচে একটাতে জিতেছে। টানা তিনটে এক দিনের সিরিজ় হারল তারা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২৩ রানে ২ উইকেট হারায় তারা। দ্রুত সাজঘরে ফিরে যান দুই ওপেনার রায়ান রিকেলটন (৮) এবং এডেন মার্করাম (০)। সেখান থেকে দলের হাল ধরেন টনি ডি জর্জি (৩৮) এবং ম্যাথু ব্রিৎজ়কে (৮৮)। ৬৭ রানের জুটি গড়েন দু’জনে। ডি জর্জি আউট হওয়ার পর ব্রিৎজ়কের সঙ্গে যোগ দেন ট্রিস্টান স্টাবস (৭৪)। দু’জনে ৮৯ রানের জুটি গড়েন।
এই দুই জুটিই মাঝের দিকের ওভারগুলোয় দক্ষিণ আফ্রিকার ইনিংস থিতু করে। পরের দিকে আবার তাদের ব্যাটিংয়ে ধস নামে। ৩৫ বলের ব্যবধানে ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। ২৩৩ রানে ৫ উইকেট থেকে ২৬৪ রানে ৯ উইকেট হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় ২৭৭ রানে।
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দিন আরও এক বার খারাপ যায়। তৃতীয় ওভারে নান্দ্রে বার্গারকে তুলে মারতে গিয়ে আউট হন ট্রেভিস হেড (৬)। স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে ফিরে যান মার্নাস লাবুশেন (১)। ক্যাচ পড়ে অধিনায়ক মিচেল মার্শের। চারটে চারের সাহায্যে দ্রুত ১৮ রানে পৌঁছে আউট হয়ে যান।
আরও পড়ুন:
চতুর্থ উইকেটে ক্যামেরন গ্রিন এবং জশ ইংলিশ ৬৭ রানের জুটি গড়েন। সেনুরান মুথুস্বামীর বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন গ্রিন। ইংলিস একটা দিক ধরে রাখলেও উল্টো দিক থতেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ১৯৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এনগিডি ৪২ রানে ৫ উইকেট নেন।