গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত আইপিএলের মাঝে বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে। শুধু এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট এখনও প্রাক্তন হতে দেয়নি রোহিত শর্মাকে। ক্রিকেটজীবনের শেষ প্রান্তে চলে আসা রোহিতের কাছে অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জয় এক বিশেষ মুহূর্ত। ১৩ বছর পর দেশকে বিশ্বকাপ দেওয়া নিয়ে এক সাক্ষাৎকারে স্মৃতি রোমন্থন করেছেন তিনি।
জিয়োহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘‘১৩ বছর দীর্ঘ সময়। অনেকের ক্রিকেটজীবনই ১৩ বছরের হয় না। বুঝতেই পারছেন আমাদের একটা বিশ্বকাপ জিততে কত দিন অপেক্ষা করতে হয়েছে। আর আমি তো আগের বিশ্বকাপটা জিতেছিলাম ২০০৭ সালে।’’ বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়ে রোহিত বলেছেন, ‘‘আমার জন্য এর থেকে ভাল কিছু হতে পারত না। ফাইনালের আগে সারা রাত ঘুমোতে পারিনি। বিশ্বকাপ নিয়েই ভেবেছি গোটা রাত। বেশ ঘাবড়ে গিয়েছিলাম। পায়ে কোনও অনুভূতি ছিল না। সত্যিই বেশ ঘাবড়ে যাই। কেন বলতে পারব না। তবে ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছিল।’’
ফাইনাল ম্যাচের দিন তাড়াতাড়ি বিছানা ছেড়েছিলেন রোহিত। শুয়ে থাকতেও অস্বস্তি হচ্ছিল তাঁর। বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘‘সকাল সাড়ে ৮টা বা ৯টায় আমাদের হোটেল থেকে বেরোনোর কথা ছিল। তাও সকাল ৭টায় উঠে পরেছিলাম। হোটেলে আমার ঘর থেকে মাঠটা দেখা যেত। সে দিকেই তাকিয়েছিলাম বেশ কিছু ক্ষণ। মনে মনে ভাবছিলাম, আর ২ ঘণ্টা পর ওই মাঠের মধ্যে থাকব। ৪ ঘণ্টা পর ফলাফলও জেনে যাব। হয় কাপটা নিয়ে ফিরব। নয়তো খালি হাতে ফিরব।’’
আরও পড়ুন:
ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ফাইনালের পর মাঠেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন রোহিত। তাঁর সঙ্গেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজাও। রোহিতের এখন লক্ষ্য ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া।