Advertisement
E-Paper

অশ্বিনের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের নোমান, জমে গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট

দক্ষিণ আফ্রিকার জেতার জন্য দরকার আর ২২৬ রান। পাকিস্তানের দরকার ৮ উইকেট। পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ২৬৯ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৬৭ রানের বেশি করতে পারেনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৯:১৩
Picture of Noman Ali

নোমান আলি। ছবি: এক্স।

জমে গিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। যা পরিস্থিতি বুধবার চতুর্থ দিনই ম্যাচের ফয়সালা হয়ে যেতে পারে। জিততে পারে যেকোনও দল।

দক্ষিণ আফ্রিকার জেতার জন্য দরকার আর ২২৬ রান। পাকিস্তানের দরকার ৮ উইকেট। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ২৬৯ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৬৭ রানের বেশি করতে পারেনি। জেতার জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান। তৃতীয় দিনের শেষে তারা ২ উইকেটে ৫১।

তৃতীয় দিনের নায়ক দুই দলের দুই বাঁহাতি স্পিনার। পাকিস্তানের নোমান আলি প্রথম ইনিংসে ৬ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্বামী দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন।

৩৯ বছরের নোমান রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড ভেঙে দেন। সবচেয়ে বেশি বয়সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইনিংসে ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। অশ্বিন গত বছর বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বছর বয়সে ৬ উইকেট নিয়েছিলেন। নোমান দ্বিতীয় দিনই ৪ উইকেট নিয়েছিলেন। মঙ্গলবার আরও ২ উইকেট নেন। টনি ডি জর্জি ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনও ব্যাটার তাঁকে সামলাতে পারেননি। ডি জর্জি ১০৪ রান করেন।

পাকিস্তান ১০৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। মুথুস্বামীর বল সামলাতে সমস্যায় পড়েন সলমন আঘারা। দ্বিতীয় ইনিংসে আব্দুল্লা শফিক (৪১), বাবর আজ়ম (৪২) এবং সাউদ শাকিল (৩৮) ছাড়া পাকিস্তানের কোনও ব্যাটার ৩০-এর ঘরে রান করতে পারেননি। অফ স্পিনার সাইমন হারমার ৪ উইকেট নেন। ইমাম উল হক (০), শান মাসুদ (৭), সলমন (৪) রান পাননি।

২৭৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮ রানের মধ্যে হারায় আইডান মার্করাম (৩), উইয়ান মুলডারের (০) উইকেট। এই দু’টি উইকেটও নোমানের। দিনের শেষে ব্যাট করছেন রায়ান রিকলটন (২৯) ও ডি জর্জি (১৬)।

test cricket record Ravichandran Ashwin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy